গত ৩রা মার্চ এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো স্বপ্রণোদিত বাংলাদেশী বংশোদ্ভুত নিউ ইয়র্কবাসীদের জনসেবী প্রতিষ্ঠান ‘নিজের উদ্যোগে করি’ – নিউকো ইনক এর ইফতার মাহফিল ও তহবিল সংগ্রহ অনুষ্ঠান। বিশিষ্ট সমাজ, অধিকারকর্মী ও দি অপটিমিসট এর সহ-প্রতিষ্ঠাতা মিনহাজ আহমেদের সঞ্চালনায় এ আয়োজনে সভাপতিত্ব করেন মুরব্বী কমুনিটি একটিভিসট ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি সৈয়দ শওকত আলী। বিশিষ্ট সমাজকর্মী বাংলাদেশ আমেরিকান সোসাইটির সাধারন সম্পাদক আমিন মেহেদী বাবু রমজানের ফজিলত এবং সাদাকা ও যাকাতের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন এবং মোনাজাত পরিচালনা করেন। উপস্থিত বক্তাদের সকলেই নিউকো’র উদ্যোগে অব্যাহত সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকউদ্দিন চৌধুরী নেতৃত্বে নিউকোও দি অপটিমিস্টসের মতোই মানবসেবায় উজ্জ্বল ভূমিকা রাখবে।
সূচনা বক্তব্যে মোহাম্মদ রফিকউদ্দিন চৌধুরী জানান নিউকো বাংলাদেশ সরকার অনুমোদিত অলাভজনক জনহিতকর প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহে গত কয়েক বছর ধরে সম্পুর্ন স্বেচ্ছাসেবার ভিত্তিতে ক্যাম্পেইন পরিচালনা করছে। প্রতিদিন আমাদের সকলের কাছে নানাবিধ সহায়তার আবেদন আসে। এককভাবে যেমন সব আবেদনে সাড়া দেয়া সম্ভব হয় না তেমনি এসব আবেদনের সত্যাসত্য যাচাই করাও যায় না। অথচ আমরা যথা সম্ভব দেশের দরিদ্র ও পীড়িত মানুষের পাশে দাঁড়াতে চাই। নিউকো এই কাজটিকেই সহজ করে তুলতে চেষ্টা করছে।

নিউকো এর অন্যতম উদ্যোগতা মিনহাজ আহমেদ বলেন, সমষ্ঠিগতভাবে দেশের বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রবাসীদের ইচ্ছেটাকে কার্যকর করাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রাথমিকভাবে মৌলভীবাজার জেলায় কাজ শুরু করলেও এর কার্য এলাকা হবে গোটা বাংলাদেশ। তিনি সবাইকে সাধ্যমতো নিউকো’র সহযোগী হতে আহবান জানান। এছাড়াও বাংলাদেশ থেকে শ্রীমঙ্গল উপজেলার প্রাক্তন চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আসকির মিয়া, লিগেল কনসালট্যান্ট ও মেইন স্ট্রিম পলিটিশিয়ান মাজিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবকগন যথাক্রমে দেওয়ান শাহেদ চৌধুরী, কাদের চৌধুরী শাহীন, সৈয়দ ফয়সাল আহমদ, ফকু চৌধুরী, তাজুল ইসলাম,বশির খান, মুক্তিযোদ্ধা এ, শফিকুল ইসলাম, মাহবুবে খোদা রুমি, এম রেজা হক, শাহিন আজমল, নুরে আলম জিকু, এম আবদুল ওয়াদুদ, আলম উদ্দিন তাঁদের বক্তব্যে নিউকো এর কার্যক্রমে একাত্মতা ঘোষনা করেন এবং সকল সময়ে এই সেচ্ছাসেবী সংগঠনের পাশে আছেন বলে বক্তব্য রাখেন।
এছাড়াও এষ্টোরিয়া ডিজিটাল ট্রাভেল এর প্রধান নির্বাহী নজরুল ইসলাম, নিউ ইয়র্কের টিবিএন২৪ টিভির এএফএম মেসবাহুজজান, নিউকো এর ট্রেজারার জামাল উদ্দিন আহমদ বলেন, আমরা আছি নিউকো এর সাথে শুরু থেকেই এবং থাকবো সকল সময়ে, সকল ক্ষেত্রে। নিউকো এর সকল উদ্যোগ ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বলেন নিউকো ইনকের সাধারন সম্পাদক অধ্যক্ষ এম সাইফুর রহমান এবং সবাইকে আন্তরিক ভাবে নিউকো এর সকল উদ্যোগের সাথে থাকার আহবান জানান। নিউকো এর আরেকজন উদ্যোক্তা শামিম আহমদ সকলকে নিউকোর সদস্য পদ ও সেচ্ছাসেবী হওয়ার অনুরোধ করেন এবং নিউকো এর বার্ষিক প্রকাশনা ম্যাগাজিনটি সংগ্রহ করতে অনুরোধ করেন।
সর্বশেষ সভার সভাপতি সৈয়দ শওকত আলী তাঁর বক্তব্যে নিউকোর এর সাথে পুর্ন সমর্থন ও উপস্থিত সবাইকে যাকাত, সাদাকাহ সহ অন্য যে কোন অনুদান দিয়ে সাহায্য করার আহবান জানিয়ে সভার সমাপ্তি টানেন। আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা এসোসিয়েশানের সভাপতি ফজলুর রহমান, কুলাউড়া সমিতির প্রাক্তন সভাপতি ও হেল্থ ইন্সুরেন্স কনসালটেন্ট মোশাহেদ রাশেদ, রুহেল চৌধুরী, মোসলেহ উদ্দিন মকলু, এম নুরুল হক টিটু, সৈয়দ মুহিবুর রহমান, মোহাম্মদ রহমান, টি হোসেন, সালেহ আহমদ জুয়েল সহ আরও কয়েকজন ডনর এ শুভানুধ্যায়ী। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে