নিউইয়র্ক     বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মুনার উদ্যোগে ইমাম’স অ্যান্ড কমিউনিটি লিডারদের নিয়ে আলোচনা ও ডিনার

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫ | ১১:০৭ অপরাহ্ণ | আপডেট: ০৮ মার্চ ২০২৫ | ১১:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
মুনার উদ্যোগে ইমাম’স অ্যান্ড কমিউনিটি লিডারদের নিয়ে আলোচনা ও ডিনার

পবিত্র মাহে রজমানকে স্বাগত জানিয়ে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) বিভিন্ন মসজিদের ইমাম অ্যান্ড কমিউনিটির লিডারদের নিয়ে আলোচনা সভা ও ডিনার পার্র্টির আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সবাই আত্মশুদ্ধির মাসের সুযোগটি গ্রহণ করার অনুরোধ জানান। তারা বলেন, রমজান মাস হচ্ছে সবচেয়ে বরকত এবং রহমতের মাস। এই মাসেই মুসলমানরা পাপমুক্ত হওয়ার সুযোগ পেয়ে থাকেন। যারা একে কাজে লাগাতে পারেন না, তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। তারা নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান। আবার কোনো কোনো বক্তা মুনার এই ধরনের মহতী আয়োজনের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনা নিউইয়র্ক নর্থ জোনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। পরিচালনা করেন জোন সোশ্যাল সার্ভিস বিভাগের সহকারী পরিচালক কায়কোবাদ কবির। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ফাহিম আরাফাত। ইসলামি সংগীত পরিবেশন করেন আরাফাত রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ডা. সাইদুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মুনা নিউইয়র্ক নর্থ জোন সভাপতি মো. রাশেদুজ্জামান। অনুষ্ঠানে সাংবাদিক, ইমাম, কমিউনিটি লিডার, ব্যবসায়ীদের মধ্য থেকে বক্তব্য রাখেন- আবু হুরায়রা মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফায়েক উদ্দিন, মুনা সেন্টার অব জ্যাকসন হাইটসের ইমাম ও খতিব অলিউর রহমান সিরাজী, সানি সাইড মসজিদে ইব্রাহিমের ইমাম ও খতিব মুফতি ইউসুফ, উডসাইড বায়তুল জান্নাহ মসজিদের ইমাম মুত্তাকি বিল্লাহ, উডসাইড মাদানি মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম, মূলধারার রাজনীতিবিদ, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, এমসি টিভির সিইও কাজী শামসুল হক, সাপ্তাহিক দেশ-এর সম্পাদক মিজানুর রহমান, এনটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফরিদ আলম, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি আমিন খান জাকির, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন শিপন, আনোয়রুল ইসলাম, শিক্ষাবিদ মাহবুব আলম, মুনা এলমহার্স্ট চ্যাপ্টার সভাপতি নাসির উদ্দিন আহমেদ, জ্যাকসন হাইটস চ্যাপ্টার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাছুম। – প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

শেয়ার করুন