নিউইয়র্ক     বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছে ঢাকা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:১৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:১৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছে ঢাকা

ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকেপাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছে। শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রতীক্ষা করবে বাংলাদেশ। এছাড়া ভারতে অবস্থানকারী অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কি না সেটি সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার বিষয়। এখনও পর্যন্ত বাংলাদেশের পাঠানো নোট ভার্বালের পরও শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি বলে জানান তিনি। তিনি বলেন, আমরা ভারতের জবাবের অপেক্ষায় আছি।

প্রত্যর্পণের নথির সঙ্গে জাতিসংঘের প্রতিবেদন পাঠানো হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদন সারা বিশ্বই জেনে গেছে। এটা ভারতের সঙ্গে ভাগাভাগি করার কোনো প্রাসঙ্গিকতা নেই। এই প্রতিবেদন বাংলাদেশের নিজস্ব ব্যবহারের জন্য, এটা আমরা ভারতের সঙ্গে কেন শেয়ার করবো। এই প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন সংস্থা তাদের নির্দেশনা ও করণীয় ঠিক করবে। আর এ এই প্রতিবেদন যেকোনো মানুষের মনে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট বলে তিনি মন্তব্য করেন

 

শেয়ার করুন