নরওয়ে প্রবাসী সায়েদ উদ্দিন ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৮ জানুয়ারী, নিরাপত্তা বাহিনীর সদস্য কর্তৃক নির্মমভাবে রক্তাক্ত ও জখম করার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবীতে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার বিকাল তিনটায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজার সামনে এই সমাবেশ আয়োজন করে প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটি, ইউএসএ ইন্ক।
সমাবেশে নেতৃবৃন্দ প্রবাসী সায়েদ উদ্দিনকে জখমের ঘটনায় দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবী জানান। অন্যথায় প্রবাসীদের হয়রানি নির্যাতন বন্ধ করা না হলে প্রায় ২ কোটি প্রবাসীদের রেমিটেন্স না পাঠানোর জন্য অনুৎসাহিত করার হুমকি দেয়া হয়। সমাবেশে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান বকুল, সাধারণ সম্পাদক কাজী এম আর খান সেলিম, সহ-সভাপতি আমিন মেহেদী বাবু প্রমুখ বক্তব্য রাখেন। খবর ইউএনএ’র।