নিউইয়র্ক     রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ জানুয়ারী রাতে শুরু নিউ ইয়র্ক সিটিতে কনজেশন টোল আদায় কার্যক্রম

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫ | ১২:০৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ | ১২:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
৫ জানুয়ারী রাতে শুরু নিউ ইয়র্ক সিটিতে কনজেশন টোল আদায় কার্যক্রম

সর্বশেষ আইনী ধাক্কা সামাল দিয়ে রবিবার ৫ জানুয়ারী দিবাগত রাত ১২.০১ মিনিটে কার্যকর হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে কনজেশন টোল আদায় কার্যক্রম। এই সময়ের পর থেকে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটানের ৬০ ষ্ট্রীট কিংবা তার নিচের সড়কসমুহে যাতায়াত করতে হলে প্রতি গাড়ীকে ইজি পাস থাকলে পিক আওয়ারে (সোমবার সকাল ৫টা থেকে রাত ৯টা, শনি ও রবিবার সকাল ৯ট থেকে রাত ৯টা) ৯ ডলার টোল প্রদান করতে হবে। ইজি পাস না থাকলে দিতে হবে ১৩.৫০ ডলার। অফ পিক আওয়ারে (সোমবার রাত ৯টা থেকে ভোর ৫টা, শনি ও রবিবার রাত ৯টা থেকে থেকে সকাল ৯টা) ইজি পাস থাকলে দিতে হবে ২.৭৫ ডলার আর ইজি পাস না থাকলে দিতে হবে ৩.৩০ ডলার।

মোটর সাইকেলকে ইজি পাস থাকলে পিক আওয়ারে (সোমবার সকাল ৫টা থেকে রাত ৯টা, শনি ও রবিবার সকাল ৯ট থেকে রাত ৯টা) ৪.৫০ ডলা টোল প্রদান করতে হবে। ইজি পাস না থাকলে দিতে হবে ৬.৭৫ ডলার। অফ পিক আওয়ারে (সোমবার রাত ৯টা থেকে ভোর ৫টা, শনি ও রবিবার রাত ৯টা থেকে থেকে সকাল ৯টা) ইজি পাস থাকলে দিতে হবে ১.০৫ ডলার আর ইজি পাস না থাকলে দিতে হবে ১.৬৫ ডলার। টেক্সী এবং ব্ল্যাক কার এর জন্য দিতে হবে সবসময়ে ০.৭৫ ডলার এবং উবার ও লিফট এর মত রাইডশেয়ারিং এর গাড়ী পিছু প্রতি ট্রিপ সবসময়ে ১.৫০ ডলার । বেশীরভাগ যাত্রীবাহী গাড়ীকে দিনে একবারের বেশী টোল প্রদান করতে হবেনা। তবে কমার্শিয়াল ট্রাফিকের জন্য হিসেব একটু ভিন্ন।

যে সকল গাড়ী টানেল কিংবা পোর্ট অথরিটি ব্রীজ ব্যবহার করে ম্যানহাটানে প্রবেশ করবে তারা টানেল-ব্রীজ টােলে ৩ ডলার ছাড় পাবেন। কোন অবস্থাতেই কোন গাড়ীকে দিনে সর্বােচ্চ ২১.৫০ ডলারের বেশী টোল প্রদান করতে হবেনা। শুধু এফডিআর ড্রাইভ ও ওয়েষ্ট সাইড হাইওয়ে ব্যবহার করলে কনজেশন টোল প্রদান করতে হবেনা। প্রসঙ্গত, প্রতিদিন প্রায় ৭ লক্ষ যানবাহন ম্যানহাটনের রাস্তা ব্যবহার করে থাকে।

কনজেশন টোল আদায় কার্যক্রম এর মাধ্যমে বছরে প্রায় ১ বিলিয়ন ডলার সংগৃহীত হবে বলে মেট্রোপলিটান ট্রান্সপোর্ট অথরিটি আশা করছে এবং উক্ত অর্থের বড় অংশ নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ও বাস ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। কনজেশন টোল আদায় কার্যক্রম বাস্তবায়নে মেট্রোপলিটান ট্রান্সপোর্ট অথরিটি ইতোমধ্যে প্রায় ৬০০ মিলিয়ন ডলার ব্যয় করেছে।

 

শেয়ার করুন