নিউইয়র্ক     সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়া সোসাইটি ইউএসএর জমজমাট ভুলকাভাত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪ | ১২:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ | ১২:৪৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
বগুড়া সোসাইটি ইউএসএর জমজমাট ভুলকাভাত

গত ২১ জুলাই রোববার কুইন্সের ফ্লাশিং মেডোস করোনা পার্কে বগুড়া সোসাইটি ইউএসএ ইন্কের ভুলকাভাত অনুষ্ঠিত হয়েছে। বনভোজনে অসংখ্য বগুড়াবাসীসহ প্রবাসের বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী এবং কমিউনিটির বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি মহব্বত আলী আকন্দের ঘোষণায় এ বছরের ভুলকাভাতে কর্মসূচির মধ্যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের জন্য গান-বাজনার পরিবর্তে সবাই ঐক্যবদ্ধভাবে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন নর্থবেঙ্গল ফাউন্ডেশনের সাবেক সভাপতি এবং বালাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের মেম্বার আতোয়ারুল আলম। উপস্থিত ছিলেন বারী গ্রুপের সিইও এবং রংপুর জেলা সমিতির সভাপতি আসেফ বারী টুটুল। বগুড়া সোসাইটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের পরিচালনায় ফিতা কেটে বনভোজনের উদ্বোধন করেন সোসাইটির উপদেষ্টা আব্দুল মান্নান।

সকালের নাশতা আর দুপুরের সুসাদু খাবার ছিল ভুলকাভাতের অন্যতম। মুড়িমাখা, তরমুজ আর খিলি পান নিয়ে মেতে ছিল সবাই। ছোট বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের পিলো পাসিংসহ পুরুষদের জন্য ছিল বল মেরে গোল করা। খেলাধুলা পরিচালনায় ছিলেন এ কে এম আব্দুর রশিদ। এ আয়োজনে গ্র্যান্ড স্পোন্সর ছিলেন আদেলবিন রিয়ালটি এবং গোল্ডেন স্পন্সর ছিলেন নর্থবেঙ্গল ফাউন্ডেশন।

আহ্বায়কের দায়িত্বে ছিলেন ফারুক হোসেন মিঠু, সদস্য সচিবের দায়িত্বে ছিলেন গোলাম রব্বানী রাজু এবং কোষাধ্যক্ষ ছিলেন জুয়েল আহমেদ, চেয়ারম্যান তালুকদার শামীম সবুজ, যুগ্ম-আহ্বায়ক ছিলেন মোহাম্মাদ আলী, জাহাঙ্গীর আলম, মোহাম্মাদ হেলাল উদ্দিন, রাশেদ আল হেলাল রতন, যুগ্ম-সদস্য সচিব মুরাদ মোরশেদ হায়দার বিপ্লব, নাফিউস সাদিক, আব্দু রাকিব খান আরিফ, এ এস এম পারভেজ শাহী, আপ্যায়নে ছিলেন কামরুজ্জামান লালু, রফিকুল ইসলাম রফিক, এনামুল হক, এমডি আনছার শেখ, গোলাম মোস্তফা নাজাত, পৃষ্ঠপোষকতা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাবু পাইকার, প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আলী সৈয়দ টিপু, সমন্বয়কারী জহুরুল ইসলাম তালুকদার লিটন, সার্বিক তত্ত্বাবধানে মো. রোকুনুজ্জামান নয়ন, সার্বিক দিক নির্দেশনায় মো. সাইফুল ইসলাম (কুইন্স), উপদেষ্টামণ্ডলী নুরুল ইসলাম সাজু, সার্বিক সহযোগিতা করেছেন বগুড়া সদরের সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান ভান্ডারী রাজ, অধ্যক্ষ আজিজুল হক মুন্না, সাইফুল ইলাম মান্না, সাজেদা আলম সেলী, শফিক দেওয়ান, বিলকিস বানু, মাসুদ বেলাল, মর্তুজা আলী বুলবুল, মোস্তফা আলমগীর, আবু তাহের এম আলম, জাকি উল্লা আপেল, মো. হাসান মাহমুদ, ড. জাকিরুল ইসলাম, বজলুর রহমান আকন্দ, কামরুল হাসান, ইসমাইল হোসেন ইমন, শাহ আলী রেজা।

উপস্থিত ছিলেন বগুড়া সোসাইটির উপদেষ্টা ও নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদার, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. কাশেম, সিনিয়র সহ-সভাপতি ও পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু পাশা, সহ-সভাপতি ও মেয়র এরিক অ্যাডামসের এশিয়ান অ্যাডভাইজর ফাহাদ সোলাইমান, প্রবাসের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মো. নওশাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী ও সদস্য ফারহানা চৌধুরী।

বগুড়া থেকে আগত সাবেক জাতীয় সংসদ সদস্য ওমর এবং প্রবাসের জনপ্রিয় সংগীতশিল্পী শাহ মাহবুব। আরো উপস্থিত ছিলেন এলিট প্রেস্টিজিয়াস ক্লাব নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান জিলানী, মেম্বারশিপ চেয়ার লায়ন সোহেল হোসেন, লায়ন টেল টুইস্টার জাহাঙ্গীর আলম জয়, লায়ন ডাইরেক্টর মো. কাশেম চৌধুরী, রেদয়ানুল হক।

অনুষ্ঠানে আকর্ষণীয় ছিল র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মহব্বত আলী আকন্দ এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।

শেয়ার করুন