নিউইয়র্ক     মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রঙ্কস লায়ন্স ক্লাবের আয়োজনে রক্তদান কর্মসূচী

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪ | ০১:৫৯ অপরাহ্ণ | আপডেট: ০২ নভেম্বর ২০২৪ | ০১:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
ব্রঙ্কস লায়ন্স ক্লাবের আয়োজনে রক্তদান কর্মসূচী

Screenshot

লায়ন্স আন্দোলন দীর্ঘদিন ধরে আর্ত-মানবতার সেবায় দুস্থ ও অসহায় মানুষের সহযোগিতা,ছিন্নমূল মানুষের পুনর্বাসন,শিক্ষা সামগ্রী বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মত বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ব্রঙ্কস লায়ন্স ক্লাবের আয়োজনে গত ২৭ অক্টোবর রবিবার ব্রঙ্কসের খলিল বিরিয়ানি হাউসের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এ আয়োজনে সহযোগী সংগঠন হিসেবে ছিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব এবং বগুড়া সোসাইটি ইউএসএ ইনক। লায়ন সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উইলিয়াম গাম্বেলের তত্তাবধায়নে আয়োজিত হয় উক্ত অনুষ্ঠান। আহবায়কের দায়িত্বে ছিলেন লায়ন মোঃ খলিলুর রহমান এবং সদস্য সচিবের দায়িত্বে ছিলেন এটর্নি লায়ন আতিফ সবুর।

সার্বিক সহযোগিতায় ছিলেন ভাইস প্রেসিডেন্ট লায়ন নিকোল জর্জ, লায়ন তুষার, লায়ন সাহাবুদ্দিন সাগর, লায়ন শামসুন্নাহার নিম্মি, লায়ন সিরাজুল খান সোহেল। আয়োজনে উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ, পাস্ট প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিব, এটর্নি লায়ন এন মজুমদার, সিপিএ লায়ন জাকির, পিডিজি মেদাদি সি, পিডিজি আমাদুসি, স্টাটেন আইলান্ড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন কাজী আশরাফ হোসেন, লায়ন আলি ইমাম শিকদার, লায়ন তমাল,লায়ন মামুন, লায়ন আক্তার হোসেন, লায়ন ইঞ্জিনিয়ার এম এ খালেক, লায়ন রেদওয়ানা রাজ্জাক সেতু, লায়ন জামান প্রমুখ।

শেয়ার করুন