নিউইয়র্ক     সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্প হারলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে ‘আত্মবিশ্বাসী নন’ বাইডেন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪ | ০৬:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ | ০৬:২৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
ট্রাম্প হারলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে ‘আত্মবিশ্বাসী নন’ বাইডেন

আগামী নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে। এর মাধ্যমে নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন কোটি কোটি মার্কিন ভোটার। ক্ষমতাসীন ডেমোক্রেট পার্টি থেকে কমলা হ্যারিস ও বিরোধী দল রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প ভোটার টানতে জোর প্রচারণায় নেমেছেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, এই নির্বাচনে ট্রাম্প হেরে গেলে শান্তিপূর্ণভাবে দেশের ক্ষমতার হস্তান্তর নিয়ে ‘আত্মবিশ্বাসী নন’ তিনি।

এবারের নির্বাচনে বাইডেনই তার দলের প্রার্থী ছিলেন। তবে জুন মাসের শেষের দিকে এক বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হলে গত মাসে নির্বাচনী মাঠ ছাড়েন তিনি। এমনকি দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন দেন তিনি।

নির্বাচন থেকে সরে দাঁড়নোর পর বুধবার (৭ আগস্ট) প্রথমবারের মতো সাক্ষাৎকারে দেন বাইডেন। সিবিএস নিউজকে তিনি বলেন, যদি ট্রাম্প হেরে যান তাহলে আমি মোটেও আত্মবিশ্বাসী নই।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প যা বলেছেন, তিনি সেটাই বুঝাতে চেয়েছেন। তবে আমরা তাকে গুরুত্ব সহকারে নিই না। তিনি বলেছেন, যদি আমরা হেরে যায় তাহলে রক্তগঙ্গা বয়ে যাবে।

গত মার্চে মার্কিন অটো শিল্প শ্রমিকদের উদ্দেশে দেয়া এক ভাষণে ট্রাম্প বলেছিলেন, তিনি নির্বাচনে হেরে গেলে আমরিকায় রক্তগঙ্গা বয়ে যাবে। তার এই বক্তব্য ঘিরে তখন মার্কিন রাজনীতিতে সমালোচনার ঝড় উঠে। তখন ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করে ডেমোক্রেট শিবির। খবর বিবিসির।

শেয়ার করুন