নিউইয়র্ক     শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আটলান্টিক সিটিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বিএএসজের

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:২৬ অপরাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
আটলান্টিক সিটিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বিএএসজের

নিউজার্সি রাজ্যের সাউথ জার্সিতে বসবাসরত কৃতি বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি। গত ২৭ আগষ্ট মঙ্গলবার বিকেল ছয়টায় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি কর্তৃক আয়োজিত বাংলাদেশি আমেরিকান উৎসবে প্রবাসী বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ। বিশেষ অতিথি ছিলেন নিউ জারসি রাজ্যের সিনেটর ভিন্স পলিসতিনা ও এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান। এছাড়া আটলান্টিক সিটির ৫ম ওয়ার্ডের কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, গ্যালাওয়ে টাউনশীপের কাউন্সিলম্যান মোঃ ঊমর, লোকাল ৫৪ সভাপতি ডোনা ডি ক্যাপরিও প্রমুখ উপস্হিত ছিলেন।

সাউথ জার্সির বিভিন্ন স্কুলে প্রথম গ্রেড থেকে একাদশ গ্রেডে যেসব বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থী ‘এ অনার রোল’ পেয়েছে এই অনুষ্ঠানে তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে আটলান্টিক সিটি হাই স্কুলের দ্বাদশ গ্রেডের পরীক্ষায় প্রথম স্হান অর্জনকারী শিক্ষার্থী নুসরাত উদ্দীনকে বিশেষ সন্মাননা স্মারক প্রদান করা হয়।

এই আয়োজন প্রসংগে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, ‘প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা ও মননের সর্বোচ্চ বিকাশ ঘটানোর লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।’ বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল,সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহনের জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের জন্য অনুপ্রেরনাদায়ী এই সম্বর্ধনা অনুষ্ঠানটি কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছিল। – সুব্রত চৌধুরী

শেয়ার করুন