নিউইয়র্ক     রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

TMSS এর এতিম খানায় বারী চ্যারিটির ২৫ লক্ষ টাকার অনুদান

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ০২:৩৭ অপরাহ্ণ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ | ০২:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
TMSS এর এতিম খানায় বারী চ্যারিটির ২৫ লক্ষ টাকার অনুদান

বগুড়ায় টিএমএসএস-এর আয়োজনে আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ABCCI)- এর সভাপতি ও দ্য বারী গ্রুপ-এর সিইও আসেফ বারী টুটুল ও তাঁর স্ত্রী নিউইয়র্ক ভিত্তিক জনপ্রিয় পত্রিকা বাংলা পোস্ট এর সম্পাদক মুনমুন হাসিনা বারীকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ শে ডিসেম্বর শুক্রবার বিকালে হোটেল মম ইন-এ আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং টিএমএসএস-এর শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আসিফ বারী টুটুল বারী গ্রুপ-এর পক্ষ থেকে টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সভুক্ত অটিজম ও প্রতিবন্ধী স্কুল এবং পুনর্বাসন কেন্দ্রসহ এতিম খানার জন্য ২৫ লক্ষ টাকা প্রতিশ্রুতি অনুযায়ী প্রদান করেন। পাশাপাশি তিনি এই প্রতিষ্ঠানগুলোর কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় টিএমএসএস-এর এডভাইজার ফরেন অ্যাফেয়ার্স এবং বগুড়ার কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান পল্টু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বিশেষ বক্তৃতা করেন। তিনি টিএমএসএস-এর চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আসিফ বারী টুটুলের সহধর্মিণী ও নিউইয়র্ক ভিত্তিক জনপ্রিয় পত্রিকা ‘বাংলা পোস্টে’ এর সম্পাদক মুনমুন হাসিনা বারী এবং তাদের সর্বকনিষ্ঠ সন্তান আদিব বারী উপস্থিত থেকে উৎসাহ ও উদ্দীপনা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা লায়ন আয়শা বেগম, টিএমএসএস উপ নির্বাহী পরিচালক রোটা. ডাঃ মোঃ মতিউর রহমান, উপ নির্বাহী পরিচালক লায়ন মোঃ সোহরাব আলী খান, সেক্টর প্রধান লায়ন ফয়জুন নাহার, লায়ন চীফ ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক সহ বিভিন্ন বিভাগের পরিচালক,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,ভেঞ্চার প্রধান ও আমন্ত্রিত অতিথিবৃন্দ্ব।

আসেফ বারী টুটুল বারী পরিবারের পক্ষ থেকে টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমকে ক্রেস্ট প্রদান করেন ও লায়ন আমেরিকার পক্ষ থেকে বিশেষ স্মারক তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকল লায়ন সদস্যদের উত্তরীয় প্রদান করে সম্মানিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

শেয়ার করুন