৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অর্থনীতি

ডিসেম্বরে বাংলাদেশের রপ্তানি ৩.৯৬ বিলিয়ন ডলার, কমছে টানা ৫ মাস ধরে

ডিসেম্বরে বাংলাদেশের রপ্তানি ৩.৯৬ বিলিয়ন ডলার, কমছে টানা ৫ মাস ধরে

গত পাঁচ মাস ধরে দেশের রপ্তানি আয় কমছে। ডিসেম্বরে রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ২৫ শতাংশ কমে ৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রোববার, ৪ঠা ডিসেম্বর রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে।

ইপিবি জানায়, পোশাক রপ্তানি ডিসেম্বরে কমেছে আগের বছরের তুলনায় ১৪ দশমিক ২৩ শতাংশ। দেশের বার্ষিক রপ্তানি আয়ের ৮৪ শতাংশের বেশি এ খাতের রপ্তানি ডিসেম্বরে ৩ দশমিক ২৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তবে, ডিসেম্বরে মোট রপ্তানি আয় নভেম্বরের তুলনায় ১ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে, যা কিছুটা ফিরে আসার আশা তৈরি করছে। এক বিবৃতিতে ইপিবি জানিয়েছে, এই বৃদ্ধি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে রপ্তানি খাতে কিছুটা স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।

ইপিবি জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) মোট রপ্তানি আয় ২৩ দশমিক ৯৯ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৪ দশমিক ৫৩ বিলিয়ন।