৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শেষের পাতা

পেনসিলভেনিয়ার আপার ডার্বি টাউনশিপ নির্বাচন ২০২৫-এ বাংলাদেশিদের জয়জয়কার

পেনসিলভেনিয়ার আপার ডার্বি টাউনশিপ নির্বাচন ২০২৫-এ বাংলাদেশিদের জয়জয়কার

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট, কাউন্টি ও সিটিতে ৪ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে স্থানীয় নির্বাচন। যদিও এটি প্রেসিডেন্ট বা মিড-টার্ম নির্বাচনের মতো উত্তেজনাপূর্ণ ছিল না, তবুও পেনসিলভেনিয়ার বাংলাদেশি অধ্যুষিত এলাকা আপার ডার্বি টাউনশিপে ছিল ব্যতিক্রমী এক উচ্ছ্বাস ও টানটান উত্তেজনা।

এই নির্বাচনের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী: মোহাম্মদ সাইদুজ্জামান ড্যানি- টাউনশিপ ট্রেজারার, মোহাম্মদ হোসেন মিথুন – স্কুল বোর্ড ডিরেক্টর এবং সায়মা দিশা – ৭ম জেলা কাউন্সিল সদস্য। তারা সকলে জয়লাভ করেছেন।

এছাড়াও, মেলবোর্ন বরোতে মেয়র পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম তৈয়ব, এবং কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন শাহিন আলম ও সায়েদ রিয়াদ।
সব বিজয়ী প্রার্থী প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশি কমিউনিটির গর্ব তারা। তাদের এই সাফল্য বাংলাদেশি কমিউনিটির ঐক্য, মেধা ও নেতৃত্বের উজ্জ্বল প্রতীক।-মোহাম্মদ ইসলাম প্রেরিত