৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিউইয়র্কে ‘বাংলাদেশী প্রফেশনালস’র আত্মপ্রকাশ

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশী প্রফেশনালস’ নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী পেশাজীবীদের মধ্যে সম্প্রীতি ও সমন্বয় বাড়িয়ে আমেরিকান স্বপ্ন পূরণের পথ সুগম করার লক্ষ্য নিয়ে নতুন সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তাঁরা জানান, যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেটে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে গঠিত ‘বাংলাদেশি প্রফেশনালস’ একটি আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।

গত শনিবার (২৯ নভেম্বর) জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান টেরেসে আয়োজিত অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন নবগঠিত সংগঠনটির প্রেসিডেন্ট শেখ এনামুল কবির। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সাঈদ এম আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক। এর পরই বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গিত বাজানো হয়। অনুষ্ঠানে চ্যানেল আইস সিইও ফরিদুর রেজা সাগর এবং অভিনেত্রী অপি করিমের ভিডিও শুভেচ্ছা প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম সংগঠনের কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে ‘বাংলাদেশী প্রফেশনালস’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় মঞ্চে ফায়ারওয়ার্ক প্রজ্জলন করা হয়। শতকন্ঠে ধ্বনিত হয় শুভেচ্ছা আর ভালোবাসা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, সেক্রেটারি মোহাম্মদ আলী, নির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশন টিমের সদস্য মো. শামসুল হক, মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিষ্ট্রিক্ট ৩৬ নির্বাচনে প্রার্থী মেরি জোবায়দা, কম্যুনিটি লিডার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক, ব্যবসায়ী সালাম ভূইয়া, সাংবাদিক আবু তাহের, ডা. ওয়াজেদ এ খান,আকবর হায়দার কিরন, নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্সের নেতা টিপু সুলতান, লায়ন আহসান হাবিব, রাশেদ আহমেদ, এ আর খান সেলিম, প্রমুখ। তাঁরা নিজেদের অভিমত ব্যক্ত করেন এবং বাংলাদেশি প্রফেশনালস একটি ব্যতিক্রমি উদ্যোগ বলে অভিমত জানিয়েছেন।

সংগঠনটির প্রেসিডেন্ট শেখ এনামুল কবির বলেন, তিনি বাংলাদেশি প্রফেশনালস এর উদ্দেশ্য, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। পারস্পরিক নেটওয়ার্ক গঠনের মধ্যদিয়ে একটি শক্তিশালি কমিউনিটি গঠন করা সম্ভব। তিনি বলেন, “দলীয় মতানৈক্যের ঊর্ধ্বে উঠে আমরা সকলে বাংলাদেশী এই পরিচয়ে এক নেটওয়ার্কে যুক্ত হতে চাই। সোস্যাল মিডিয়া, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় আমাদের কার্যক্রম থাকবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বহুজাতিক এ সমাজে আমরা এগিয়ে যাব।” এর আগে একটি মিনি ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। যাতে বাংলাদেশ ও কমিউনিটির চিত্র ফুটে উঠেছে।
বাংলাদেশি প্রফেশনালস-এর ভাইস প্রেসিডেন্ট সাঈদ এম আলম নব গঠিত সংগঠনটিকে এগিয়ে নেতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশিদের একটি নেটওয়ার্কে নিয়ে আসার যে উদ্যোগ চলছে তা পাওয়ার প্রিন্টসহ বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে ‘বাংলাদেশি প্রফেশনালস’ ম্যাগাজিনের সম্পাদক হাসান মাহমুদ ম্যাগাজিনের বিশেষ সংখ্যা, পূর্ববর্তী প্রকাশিত সংখ্যা নিয়ে বক্তব্য রাখেন। বাংলাদেশি প্রফেশনালস প্রতিমাসের ১৫ তারিখ এবং ৩০ তারিখে প্রকাশিত হয়ে আসছে। ইপেপার, অন লাইন এবং প্রিন্টিং কপি পাওয়া যায়। বিশেষ সংখ্যায় যারা লেখা দিয়ে সমৃদ্ধ করেছেন তাদেরকে তিনি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানান।
সংগঠনটির সমৃদ্ধি কামনা করে নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার এর পক্ষ থেকে সাইটেশন প্রদান করা হয়। এছাড়া এসেম্বলি মেম্বার স্টিভেন রাগা, কাউন্সিল মেম্বর শাহানা হানিফ এর পক্ষ থেকেও সাইটেশন প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নওশীন নেহরিন মৌ। সঙ্গীত পরিবেশনায় ছিলেন পারভেজ সাজ্জাদ, রন্টি দাস ও গাজী সালাহউদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবীসহ কম্যুনিটি লিডাররা উপস্থিত ছিলেন। এছাড়া ওয়াশিংটন, ফ্লোরিডা, মেরিল্যান্ড, জর্জিয়া, নিউজার্সি থেকে পেশাজীবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিল গোল্ডেন এজ হোমকেয়ার, স্পন্সর বিসমিল্লাহ হালাল চিকেন। সঙ্গিত আয়োজন করেছে সারগাম ব্যান্ড। – প্রেস বিজ্ঞপ্তি অনুসারে