নিউ হ্যাম্পশায়ার ষ্টেট থেখে যুক্তরাষ্ট্রে সিনেট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশী-আমেরিকান কারিশমা মানজুর। নির্বাচিত হলে তিনিই হবেন বিজ্ঞানে পিএইচডি ডিগ্রিধারী প্রথম নারী এবং বাংলাদেশী বংশোদ্ভুত মার্কিন সিনেটর। নিজের ফান্ডরাইজিং পেজে তিনি স্লোগান সংযুক্ত করেছেন। তাতে বলা হয়েছে, ‘আসুন জনগণের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করি এবং এমন একটি ভবিষ্যত গড়ে তুলি, যা আমাদের সবার জন্য কাজ করবে। একসঙ্গে আমরা নিউ হ্যাম্পশায়ারকে সামনে এগিয়ে নেবো।’ উল্লেখ্য, কারিশমা মানজুর একজন মেডিকেল সায়েন্টিস্ট এবং অলাভজনক নেতা। জীবন রক্ষাকারী মেডিকেল চিকিৎসায় তিনি কাজ করেছেন কমপক্ষে ২০ বছর। কিন্তু যখন তিনি দেখেছেন লাখ লাখ মানুষ বাঁচার জন্য লড়াই করছে, তখন তিনি সমস্যার আরো গভীরে দৃষ্টি দিয়েছেন। মানুষের এই লড়াই আকস্মিক নয়। এর কারণ, আইণ প্রণেতারা সম্পদশালী মুষ্টিমেয় কিছু মানুষের সেবা করেন। অন্যদিকে এত্ত এত্ত মার্কিনি বেতনের ওপর নির্ভর করে বেঁচে আছেন। এটা শুধু অন্যায়ই নয়, এটা আমেরিকানসুলভ নয়। এই ধারা অবশ্যই পরিবর্তন করতে হবে বলে তিনি মনে করেন। এ জন্যই তিনি যুক্তরাষ্ট্রে সিনেট নির্বাচন করছেন। তিনি মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে, জনস্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে এবং মেডিকেল গবেষণায় যুক্তরাষ্ট্রকে সবার সামনে এগিয়ে রাখতে বৈজ্ঞানিক নেতৃত্ব দেবেন।