নিউইয়র্ক     মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১৬ই ডিসেম্বর সোমবার বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর অভিষেক

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ০২:৩০ অপরাহ্ণ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ | ০২:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
১৬ই ডিসেম্বর সোমবার বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর অভিষেক

আগামী ১৬ই ডিসেম্বর সোমবার অপরাহ্নে উডসাইডের তিব্বতী কম্যুনিটি সেন্টারে বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোসাইটির সবর্শেষ কার্যকরী কমিটির সভায় সিনিয়র সভাপতি মহিউদ্দিন দেওয়ানকে আহবায়ক, মাইনুল উদ্দিন মাহবুবকে সদস্য সচিব ও ফারহানা চৌধুরীকে প্রধান সমন্বয়কারী নির্বাচিত করে একটি অভিষেক উপকমিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর রবিবার বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এর কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সেলিম-আলী প্যানেল ১৯টি পদেই বিজয়ী হয়।

‘সেলিম-আলী’ প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন: সভাপতি: আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি: মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি: কামরুজজামান কামরুল, সাধারণ সম্পাদক: মোহাম্মদ আলী, সহকারী সাধারণ সম্পাদক: আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ: মফিজুল ইসলাম ভুইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক: ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক: অনিক রাজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক: রিজু মোহাম্মদ (বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত), সমাজকল্যাণ সম্পাদক: জামিল আনসারী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ এ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক: আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক: হাসান জিলানী এবং কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ সাদিক, আবুল কাশেম চৌধুরী, মনসুর আহমেদ, হারুন চেয়ারম্যান, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী ও হাসান খান।

শেয়ার করুন