গত ১৬ ডিসেম্বর পুরো অর্থ নগদ পরিশোধ করে বৃহত্তর নোয়াখালীবাসী তথা মুলিম কমিউনিটির জন্য চতুর্থ উদ্যোগ ১ লাখ কবরের প্রকল্পের চুড়ান্ত চুক্তি (ক্লোজ) করা হয়েছে। এই বিশাল কবরের প্রকল্পটি ক্লোজ করার ক্ষেত্রে অনেকের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সোসাইটির সদ্য সাবেক রব-রুহুল এর নেতৃত্বাধীন কার্যকরী কমিটি। সাবেক কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী পরিচয়-কে জানিয়েছেন, বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক এই কবরের প্রকল্পে ৩৬০ টি কবরের জন্য নগদ ২ লক্ষ ৫০ হাজার ডলার ইতোমধ্যে পরিশোধ করেছে।
নিউ ইয়র্কের আপটাউনের মিডল টাউনে ১২৬ একর জায়গা নিয়ে উক্ত ১ লাখ কবরের প্রকল্প। নিউইয়র্কের জ্যাকসন হাইটস, ব্রুকলিন থেকে এই কবরস্থানে যেতে সময় লাগবে ১ ঘণ্টা ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ৪৫ মিনিট। এই প্রকল্পে থাকবে ফিউনারেল হোম, হিমাগার, নামাজ পড়ার জায়গাসহ অন্যান্য সুযোগ-সুবিধা। এই প্রকল্পের নামকরণ করা হয়েছে বাংলাদেশ সিমেট্রি। এটি শুধু নোয়াখালীবাসীর জন্য নয়, পুরো প্রবাসী বাংলাদেশিদের জন্য। যে কারণে পুরো প্রকল্পের বিষয়ে অবহিত করার জন্য গত ২৪ এপ্রিল উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় বাংলাদেশিদের সামনে উপস্থাপন করা হয় তাদের সহযোগিতার জন্য। এই প্রজেক্টের সিদ্ধান্ত নেওয়া হয় ২০২২ সালের ২২ জুলাই বৃহত্তর নোয়াখালী সোসাইটির যৌথ সভায়। সম্পৃক্ত ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও এই প্রকল্পের উদ্যোক্তা জাহিদ মিন্টু, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক, উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ শাহ আলম, বিএম বেলাল, ট্রাস্টি বোর্ডের সদস্য খোকন মোশাররফ এবং কার্যকরি সদস্য তাজু মিয়া।
এই প্রজেক্টের ব্যয় ধার্য করা হয়েছ প্রায় ২০ মিলিয়ন ডলারের মতো। বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও এই প্রকল্পের উদ্যোক্তা জাহিদ মিন্টু সংবাদ মাধ্যমকে জানান, এই কবরের প্রকল্প নিয়ে সহায়তার জন্য আমরা কমিউনিটির কাছে গিয়েছিলাম। সাংবাদিক বন্ধুদের স্মরণাপন্ন হয়েছিলাম। আল্লাহর অশেষ রহমান এবং সবার দোয়ায় আমরা এই প্রজেক্ট ক্লোজ করতে সক্ষম হয়েছি। আমরা পুরো অর্থই জমির মালিককে বুঝিয়ে দিয়েছি। তারা আমাদের কাছে আর কোনো অর্থ পাবে না। আশা করা যায় আগামী জানুয়ারি থেকে প্রজেক্টের ডেভেলপমেন্টের কাজ শুরু করা সম্ভব হবে। সেই সঙ্গে বিক্রিও শুরু করা যাবে। আমরা অনেক সংগঠনকে প্রতিশ্রুতি দিয়েছি, এখন থেকে তাদের কাছে প্রতিশ্রুতি রক্ষা করতে পারবো। অচিরেই সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি কমিউনিটির সামনে উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন জাহিদ মিন্টু।