নিউইয়র্কে দুই শতাধিক শিক্ষার্থীকে স্কুল সামগ্রী দিলো এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক। গত ২রা সেপ্টেম্বর সোমবার বিকেলে এস্টারিয়ার ৩৬ অ্যাভিনিউয়ে কোমলমতি শিক্ষার্থীদের ব্যাক টু স্কুল কর্মসূচি হিসেবে এ স্কুল সামগ্রী ব্যাগ, খাতা কলমসহ স্কুল সাপ্লাই বিতরণ করা হয়।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সহ সভাপতি কয়েছ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন কমিউনিটি নেতা ও রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিক উদ্দিন চৌধুরী রানা, ব্যবসায়ী সৈয়দ ফয়সল আহমেদ, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোজাম্মেল আলী শরীফ, এস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলসের কর্ণধার নজরুল ইসলাম, মেট্রোপ্লাসের কর্মকর্তা এন্ড্রু, ব্যবসায়ী নুরুল ইসলাম, মো. ইব্রাহীম শেখ সিপার আহমদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা আব্দুর রহমান, চৌধুরী ছালেহ, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সদস্য আবু সোলায়মান, আনোয়ার হোসেন, মো. হোসেন প্রমুখ।
কমিউনিটি নেতা ও রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিক উদ্দিন চৌধুরী রানা বলেন, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি প্রতিবছর স্কুল শিক্ষার্থীদের বিভিন্ন উপকরণ দিয়ে থাকে ধারাবাহিকভাবে। সংগঠনটি কমিউনিটির স্বার্থে সর্বদা সামাজিক কার্যক্রম চালিয়ে থাকে। তাদের এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়।
সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, আমরা নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী কমিউনিটিসহ বিভিন্ন কমিউনিটির কল্যাণে কয়েক বছর ধরে কাজ করে আসছি। প্রতিবছর এ সময় স্কুল খোলার আগে কোমলমতি শিক্ষার্থীদের উপহার হিসেবে স্কুল সামগ্রী বিতরণ করে থাকি। এ ছাড়াও কমিউনিটির কল্যাণে বিভিন্ন কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে থাকি। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে