যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যে গত ৬ মার্চ বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে অনুষ্ঠিত হয়েছে এসোসিয়েশন অব বাংলাদেশি আমেরিকান মানি ট্রান্সমিটারস এন্ড এজেন্টস (এবিএএমটিএ)-এর ইফতার ও দোয়া মাহফিল। ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও প্রবাসের সকলের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মো: ইসমাঈল।

এসোসিয়েশন অব বাংলাদেশি আমেরিকান মানি ট্রান্সমিটারস এন্ড এজেন্টস (এবিএএমটিএ)-এর ইফতার ও দোয়া মাহফিল-এ সকলকে স্বাগত জানান এবিএএমটিএ’র প্রেসিডেন্ট সুনমান এক্সপ্রেসের সিইও মাসুদ রানা তপন এবং সাধারণ সম্পাদক এএসএম উদ্দিন পিন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো: নাজমুল হুদা। প্রধান আলোচক ছিলেন এবিএএমটিএ’র প্রধান উপদেষ্টা, স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মালেক, বিশেষ আলোচক ছিলেন এবিএএমটিএ’র উপদেষ্টা,বিএ এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও মো: আতাউর রহমান, মানি সার্ভিস বিজনেস স্পেশালিস্ট আনোয়ার হোসেন সিপিএ, শেকা এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও এএইচএম কাদির।

ইফতার মাহফিলে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, আমেরিকা বাংলাদেশ চেম্বানস এন্ড কমার্স এর চেয়ারম্যান ও রাজনীতিবিদ গিয়াস আহমেদ, আমেরিকা বাংলাদেশ চেম্বানস এন্ড কমার্স এর প্রেসিডেন্ট ও বারী গ্রু পের সিইও আসেফ বারী টুটুল, নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান কামরুল, বাংলাদেশী-আমেরিকান ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব এর প্রেসিডেন্ট সেলিম হারুন ও সেক্রেটারি মাসুদ মোর্শেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, মুন্সিগঞ্জ বিক্রমপুরে এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মির্জা মনিরুজ্জামান শামীম, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট রকি আলিয়ান ও সেক্রেটারি জেএফ এম রাসেল ও ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট আহসান হাবিব, বাংলাদেশের সাবেক সাংসদ সাপ্তাহিক ঠিকানার সম্পাদক মন্ডলীর সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক এম এম শাহীন, সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, টাইম টিভি ও সাপ্তাহিক বাংলা পত্রিকার সিইও আবু তাহের, সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক মনজুরুল হকসহ বিভিন্ন স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ,কমিউনিটি এক্টিভিস্ট, ব্যাবসায়ী নেতৃবৃন্দ।ইফতার ও দোয়া মাহফিলে নিউইয়র্কের বিভিন্ন লোকেশনের এবিএএমটিএ’র সদস্য এজেন্টবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এই আয়োজনের সহযোগিতায় ছিলেন সংগঠনের কর্মকর্তা এনামুল কবির, এ এস এম উদ্দিন বাবুল, কবির আহমেদ, জাকির কামাল, জয়নাল আবেদীন, এম এ খান আপেল, ফারহান চৌধুরী, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন তার স্বাগত বক্তব্যে ইফতার মাহফিলে আগত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশে রেমিটেন্স প্রেরণে প্রবাসীরা বিশেষ ভূমিকা রাখছেন। তিনি দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ করতে সকল প্রবাসীদের প্রতি আহবান জানান।

সাধারণ সম্পাদক এএসএম উদ্দিন পিন্টু উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশকে সমৃদ্ধ করতে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করছেন, আর বাংলাদেশি রেমিটেন্স প্রেরণকারী প্রতিষ্ঠানগুলো তাদের এই মহতি উদ্যোগকে সহায়তা করে আসছে। ইফতারের পরে সকলকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।