নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের বন্যার্তদের জন্য নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ-র ১৫ লক্ষ টাকার সাহায্য প্রদান

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ০৬:০৫ অপরাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ০৬:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশের বন্যার্তদের জন্য নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ-র ১৫ লক্ষ টাকার সাহায্য প্রদান

যুক্তরাষ্ট্র প্রবাসী নবাবগঞ্জবাসীদের একমাত্র সংগঠন নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ ইনক এর উদ্যোগে বাংলাদেশের বন্যা উপদ্রুত এলাকার মানুষদের সাহায্যের জন্য ১৫ লক্ষ টাকার একটি তহবিল গঠন করা হয়েছি। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে ছোট আয়োজনের নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদার মাধ্যমে সমুদয় অর্থ বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার রিলিফ ফান্ডে প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি কন্সাল জেনারেল জনাব নাজমুল হাসান ও চ্যান্সেলর ও হেড অফ চ্যান্সারী ইশরাত জাহান।

মানবিক এই কাজের জন্য তারা প্রত্যেকেই নবাবগঞ্জ এসোসিয়েশন কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত আয়োজনে নবাবগঞ্জ এসোসিয়েশন এর সভাপতি উজ্জ্বল বিপুল ও সাধারণ সম্পাদক আসাদ জামান, বাবুল দেওয়ান, মিলন মোল্লা, ইউসুফ বিজু সহ সংগঠনের অনেকেই উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

শেয়ার করুন