৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অর্থনীতি

ব্যবসায়ীরা নন, অর্থপাচারে আমলারাই বেশি এগিয়ে বললেন এপেক্স গ্রুপের নাসিম মঞ্জুর

ব্যবসায়ীরা নন, অর্থপাচারে আমলারাই বেশি এগিয়ে বললেন এপেক্স গ্রুপের নাসিম মঞ্জুর

ব্যবসায়ীরা নয় বরং দেশের আমলারাই সবচেয়ে বেশি অর্থপাচার করেছে বলে মন্তব্য করেছেন এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অর্থপাচার এবং দেশে বেসরকারি খাতের বিকাশের পদ্ধতি নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এক সংলাপে তিনি এই অভিযোগ করেন।

বিডায় বিনিয়োগ সংলাপে অংশ নিয়ে নাসিম মঞ্জুর বলেন, ব্যবসায়ীদের ওপর দায় চাপানো হয় যে আমরা পাচার করেছি। অথচ যে টাকাগুলো পাচার করা হয়েছে, সবচেয়ে বেশি করেছেন আমলারা। আমরা ব্যবসায়ীরা এই দায় নিতে চাই না।

এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যারা টাকা চুরি করেন বা গ্যাস চুরি করেন, সেই সব ব্যবসায়ীকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং সৎ ব্যবসায়ীদের ওপর যেন এর দায়ভার না আসে। তার এই বক্তব্যের সমর্থন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরীও।

এর আগে, জ্বালানি খাতের অন্যতম উদ্যোক্তা আজম জে চৌধুরী এলএনজি আমদানিসহ দেশের জ্বালানি খাত বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান। এর উত্তরে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বিদ্যুতের মতো জ্বালানি খাতে বেসরকারি প্রতিষ্ঠান যুক্ত হওয়ার নীতিমালা করা হচ্ছে।