নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় ‘সংহতি’ সমাবেশ অনুষ্ঠিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪ | ০২:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ০১ অক্টোবর ২০২৪ | ০২:০৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় ‘সংহতি’ সমাবেশ অনুষ্ঠিত

গত ২২শে সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ‘মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে’ এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সমাবেশের আয়োজন করেছিল ‘একাত্তরের প্রহরী’ নামে একটি সংগঠন। মিনহাজ আহমেদ সাম্মু’র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ন‚রুন্নবী। বাংলাদেশে ‘একাত্তরের চেতনাবিরোধী অপশক্তি অরাজক পরিস্থিতি তৈরি করছে’ বলে দাবি করেন তিনি। সমাবেশে প্রবাসীদের শপথবাক্য পড়ান চলচ্চিত্র নির্মাতা রওশন আরা নীপা।

শপথনামায় দেশব্যাপী মাজারে ভাঙচুর এবং পাহাড়ে সংঘর্ষের প্রতিবাদ করে অসা¤প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার আহŸান জানানো হয়।

সমাবেশ থেকে বাংলাদেশে সম্প্রতি গ্রেফতার হওয়া ঘাতক দালাল নিমুল কমিটির প্রধান শাহরিয়ার কবির ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সাংসদ ও মন্ত্রী আসাদুজ্জামান নুরের মুক্তির দাবি জানানো হয়।

‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শ্লোগানের পাশাপাশি সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘হৃদয়ে নতুন সাহস জাগাও একাত্তরের বাংলাদেশ, আরো একবার রুখে দাঁড়াও’ ইত্যাদি বক্তব্য লেখা প্ল্যাকার্ড ও পোস্টার।

বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাপ্ত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা খুরশেদুল ইসলাম, খোরশেদ আনোয়ার বাবলু, হাসানাল আব্দুল্লাহ, ফকির ইলিয়াস, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের মিয়া, মিথুন আহমেদ, লুৎফুন্নাহার লতা, স্মৃতি ভদ্র, আব্দুর রহিম বাদশা, ড. প্রদীপ রঞ্জন কর, ড. সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ আজাদ, মজিবর রহমান, শাহীন আজমল, ইমদাদ চৌধুরী, রফিকুর রহমান, নুরল আমিন বাবু, স্বীকৃতি বড়ুয়া, গোপাল সান্যাল, অ্যানি ফেরদৌস ও মাহফুজা আহমেদ, জয়তুর্য চৌধুরী প্রমুখ ।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর কর্মকর্তা জাফরউল্লাহ, এম এ করিম জাহাঙ্গির, সোলায়মান আলী, এম এ হামিদ, দরুদ মিয়া রনেল, ন‚রল ইসলাম নজরুল, শিবলী সাদিক, অজিৎ ভৌমিক, শাহিদা শিকদার হাই, সাখাওয়াত আলী ও সাবিনা হাই উর্বি। -ছবি পরিচয়

শেয়ার করুন