নিউইয়র্ক     সোমবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আগামি ১লা এপ্রিল থেকে নিউ ইয়র্কে সিডিপ্যাপ হেলথকেয়ার কর্মসুচীতে ব্যাপক পরিবর্তন কার্যকর হচ্ছে

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫ | ০৬:৩৯ অপরাহ্ণ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ | ০৬:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
আগামি ১লা এপ্রিল থেকে নিউ ইয়র্কে সিডিপ্যাপ হেলথকেয়ার কর্মসুচীতে ব্যাপক পরিবর্তন কার্যকর হচ্ছে

আগামি ১লা এপ্রিল থেকে নিউ ইয়র্ক ষ্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ তাদের আয়ত্বাধীন কনজিউমার ডিরেক্টেড পার্সোনাল অ্যাসিসট্যান্স প্রোগ্রাম (সিডিপ্যাপ) হোমকেয়ার কর্মসুচীতে ব্যয় সঙ্কোচন এর নিমিত্ত ব্যাপক পরিবর্তন কার্যকর হচ্ছে। এতোদিন যে ৬ শতাধিক হোমকেয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে এই সিডিপ্যাপ সেবা প্রদান করা হতো, তার পরিবর্তে মাত্র ১টি কোম্পানী – পাবলিক পার্টনারশীপ এলএলসি (পিপিএল)-এর মাধ্যমে এ সেবা প্রদান করা হবে। নিউ ইয়র্ক ষ্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ অবশ্য ইতোমধ্যে আরো ২৪টি হোমকেয়ার প্রতিষ্ঠানকে পাবলিক পার্টনারশীপ এলএলসি (পিপিএল) কে সহযোগিতা প্রদানের জন্য অনুমোদন দিয়েছে যাদের মুলত: কাজ হবে পিপিএল এর মার্কেটার হিসেবে কাজ করা যা এতোদিন পুর্বে উল্লেখিত ৬ শতাধিক হোমকেয়ার কোম্পানীর কমিশনের বিনিময়ে মার্কেটাররা করতো। যদিও নিউইয়র্ক স্টেট স্বাস্থ্য কমিশনার ড.জেমস ম্যাকডোনাল্ড স্পষ্ট করেছেন যে নতুন পরিকল্পনা সিডিপ্যাপ ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করবে এবং তাদের সেবার মান উন্নত করবে। কিন্তু বাস্তবে দেখা দিতে পারে অন্য চিত্র । কারণ পাবলিক পার্টনারশীপ এলএলসি (পিপিএল)-এর এই সিডিপ্যাপ কর্মসূচীতে ব্যয় সঙ্কোচন ও যথাযোগ্য কমপ্লায়েন্স এর প্রতিশ্রুতি প্রদানের কারণেই নিউ ইয়র্ক ষ্টেট ডিপর্টমেন্ট অফ হেলথ তাদের এককভাবে সিডিপ্যাপ সেবা প্রদানের দায়িত্ব দিয়েছে।

এ বিষয়ে কমিউনিটিতে হোমকেয়ার সেবা প্রদানে বিশ্বস্ত কোম্পানী গোল্ডেন এজ হোমকেয়র এর সিইও জনাব শাহনেওয়াজ বলেছেন, কনজিউমার ডিরেক্টেড পার্সোনাল অ্যাসিসট্যান্স প্রোগ্রাম (সিডিপ্যাপ) হেলথকেয়ার কর্মসুচীতে অবশ্যই ব্যাপক পরিবর্তন আসছে। এতোদিন যে সকল এমএলটিসি (ম্যানেজড লং টার্ম কেয়ার) এর ইন্সু্রেন্স কোম্পানী গুলি এ সেবা প্রদানের মূল দায়িত্বে ছিল এবং তাদের মাধ্যমে সিডিপ্যাপ সেবা প্রদান করতো কমিউনিটিতে ব্যবসারত হোমকেয়ার প্রতিষ্ঠানসমুহ । কিন্তু ১লা এপ্রিল থেকে একটিমাত্র প্রতিষ্ঠান – পাবলিক পার্টনারশীপ এলএলসি (পিপিএল)-এর মাধ্যমে গ্রাহকদের এই সেবা গ্রহণ করতে হবে যেখানে নিউ ইয়র্ক ষ্টেট ডিপর্টমেন্ট অফ হেলথ এর জারী করা অনেক নীতিমালার কমপ্লায়েন্স বিষয়টি খুবই গুরুত্বপুর্ণ হয়ে উঠবে বলে মনে করেন জনাব শাহনেওয়াজ । তিনি বলেন, এতোদিন টাইমশীট, কতো ঘন্টা সেবা পাবেন, যিনি সেবা দিচ্ছেন তিন প্রকৃত ভাবে সেবা দিচ্ছেন কিনা, টাইমশীটে যে সময়ে সেবা প্রদান করছেন বলে উল্লেখ করেছেন, সে সময় সত্যিকার অর্থে সেবা দিয়েছেন না অন্য কোন কাজে নিযুক্ত ছিলেন, যিনি সেবা গ্রহণ করছেন তিনি সেবা পাওয়ার জন্য যথাযথভাবে উপযুক্ত কিনা একাধিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ সবই নিউ ইয়র্ক ষ্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ এর কমপ্লায়েন্স এর আওতায় খুবই গুরুত্বপুর্ণ হয়ে উঠবে নি:সন্দেহে।

কারণ যেমন খুশী, তেমন ভাবে হোমকেয়ার এর মাধ্যমে আয়ের দিন শেষ করার জন্যই নিউ ইয়র্ক এর গভর্ণর ক্যাথি হোকুল এবং নিউ ইয়র্ক ষ্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ কনজিউমার ডিরেক্টেড পার্সোনাল অ্যাসিসট্যান্স প্রোগ্রাম (সিডিপ্যাপ) হোমকেয়ার কর্মসুচীতে পরিবর্তন আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মনে করেন জনাব শাহ নেওয়াজ। তবে অন্য কি প্রক্রিয়ায় হোমকেয়ার পাওয়া যেতে পারে প্রশ্নের উত্তরে জনাব শাহ নেওয়াজ বলেন, সিডিপ্যাপ এর পরবর্তে লেক্সা সার্ভিসও গ্রহণ করা যেতে পারে যে প্রোগ্রামে একজন এইচসিএ সার্টিফকেটধারী সেবা প্রদান করবেন, যিনি নিকট আত্মীয় হতেও পারেন, নাও হতে পারেন। এছাড়া এইচসিএ সার্টিফকেটধারীরা লেক্সা সার্ভিসের আওতায় আরো অনেককে সেবা প্রদান করতে সক্ষম হবেন এবং বর্ধিত আয়ের সুযোগ পাবেন বলে মনে করেন জনাব শাহ নেওয়াজ ।

শেয়ার করুন