৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজারো মানুষের বিক্ষোভ

ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে গত মঙ্গলবার রাজপথে নামেন হাজারো শ্রমিক ও শিক্ষার্থী। দেশটির বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সমাবেশের মাধ্যমে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

ওয়াশিংটন ডিসিসহ নর্থ ক্যারোলাইনার অ্যাশভিলের মতো ছোট শহরগুলোতেও শত শত বিক্ষোভকারী সমবেত হন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা ‘নো আইস, নো কেকেকে , নো ফ্যাসিস্ট ইউএসএ’ স্লোগান দিচ্ছেন।

ট্রাম্প প্রশাসনের দাবি, অবৈধ অভিবাসীদের দেশছাড়া করার পক্ষে জনগণের ম্যান্ডেট রয়েছে তাদের কাছে। তবে সাম্প্রতিক জনমত জরিপ বলছে, অধিকাংশ মার্কিন নাগরিকই অভিবাসন ও শুল্ক বিভাগ (আইস) এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থার বলপ্রয়োগের বিষয়টি পছন্দ করছেন না।

ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ‘ঘৃণা নয়, ভয় নয়,অভিবাসীদের স্বাগত’ স্লোগান দেন। অন্যদিকে নিউ মেক্সিকোর সান্তা ফে-তে স্কুল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাজ্য আইনসভার সামনে ‘আইস-এর সন্ত্রাস বন্ধ করো’ দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দেয়।

বামপন্থি সংগঠন ‘ইনডিভিজিবল’ ও ‘৫০৫০১’-এর পাশাপাশি বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ের সংগঠনগুলো এই বিক্ষোভের ডাক দেয়। মূলত টেক্সাসের এল পাসোর মতো অভিবাসী আটক কেন্দ্রগুলোর বিরোধিতা করছে তারা। সরকারি তথ্য অনুযায়ী, ওই কেন্দ্রে গত ছয় সপ্তাহে তিনজনের মৃত্যু হয়েছে।

বিক্ষোভের এই ঢেউ দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর সান ফ্রান্সিসকো এবং সিয়াটলের দিকেও ছড়িয়ে পড়ছে, যেখানে বিকেল ও সন্ধ্যায় বড় সমাবেশের পরিকল্পনা করা হয়েছে।