৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেলো যুক্তরাষ্ট্র, জনগণকে শান্ত থাকার আহ্বান মন্ত্রীদের

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেলো যুক্তরাষ্ট্র, জনগণকে শান্ত থাকার আহ্বান মন্ত্রীদের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সেনারা তুলে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলাজুড়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এক ভাষণে জনগণের উদ্দেশে বলেন, ‘সবাই শান্ত থাকুন। আমাদের নেতৃত্বের ওপর আস্থা রাখুন। রাজনৈতিক ও সামরিক উচ্চপর্যায়ের নেতৃত্ব পরিস্থিতি সামাল দেবে।’ তিনি যুক্তরাষ্ট্রকে ‘আগ্রাসী’ ও ‘সন্ত্রাসী শত্রু’ হিসেবে আখ্যা দেন এবং দাবি করেন, দেশকে অস্থিতিশীল করাই এই হামলার উদ্দেশ্য।

জনগণকে হতাশায় না ভোগার আহ্বান জানিয়ে ভেনেজুয়েলান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শত্রু চায় আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়াতে। জনগণ যদি শান্ত থাকে, তাহলে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হবে।

এদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ কঠোর বার্তা দিয়ে বলেন, ভেনেজুয়েলা কোনো অবস্থায়ই আত্মসমর্পণ করবে না। তিনি বলেন, ‘আমরা জয়ী হবো, কোনো দরকষাকষি করবো না, হাল ছাড়বো না।’

প্রতিরক্ষামন্ত্রী জানান, ভেনেজুয়েলা একক লক্ষ্য সামনে রেখে ঐক্যবদ্ধ থাকবে। তার ভাষায়, ‘আমাদের লক্ষ্য একটাই—বিজয়। ভেনেজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনো দরকষাকষির বিষয় হতে পারে না।’

লোপেজ আরও বলেন, শত্রুপক্ষ পরিকল্পিতভাবে দেশে আতঙ্ক ছড়াতে চাইছে। সে কারণেই জনগণকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর সব শাখাকে সম্পূর্ণভাবে মোতায়েন করার ঘোষণা দেওয়া হয়েছে। -সিএনএন