রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের বিদায়ী কমিটির সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাসুম প্রেরিত এক বার্তায় জানা হয়েছে, ২২ ডিসেম্বর জ্যাকসন হাইটসে সংগঠনের কার্যকরী কমিটির সভায় সাবেক সভাপতি হারুন ভুঁইয়ার নেতৃত্বাধীন ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এবং তাঁদের ঘোষিত সিদ্ধান্ত বাতিল করে নবগঠিত এক নির্বাচন কমিশেনর মাধ্যমে সংগঠনের ২০২৬-২৭ সালের কার্যকরী কমিটির সভাপতি পদে মো: মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে হাসান মাহমুদ সোহেলকে নির্বাচিত করা হয়েছে।