২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

জমজমাট আয়োজনে বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক

জমজমাট আয়োজনে বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক

গত ১৩ ডিসেম্বর শনিবার রাতে উডসাইডের গুলশান টেরেসে জমজমাট আয়োজনে নিউইয়র্কের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন ‘বৃহত্তর কুমিল্লা সমিতি’র নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের বর্ণাঢ্য অভিষেক সম্পন্ন হয়েছে। প্রচন্ড শীত এবং তুষার ঝড়ের মাঝেও বিপুল সংখ্যক কুমিল্লাবাসী ও প্রবাসীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অভিষেক অনুষ্ঠান এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে কমিউনিটির নানা শ্রেণী ও পেশার ব্যক্তিরাও উপস্থিত হয়েছিলেন। সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার শামসুদ্দিন শামীম নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করিয়ে অভিষিক্ত করেন। তাঁেক সহযোগিতা করেন অপর নির্বাচন কমিশনার ও রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের বিদায়ী সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাসুম ও নির্বাচন কমিশনার মির্জা দস্তগীর।

ব্যক্তিগত কারণে বিদায়ী সভাপতি ডাক্তার এনামুল হক অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সাবেক সিনিয়র সহ- সভাপতি ও নবনির্বাচিত সভাপতি মো: ইউনুস সরকার।

তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ, দ্বিতীয় পর্বে ছিল সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান এবং শেষ পর্বে ছিল প্রবাসের জনপ্রিয় কন্ঠশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছেন বাসেত ভুঁইয়া। এরপর সমবেতভাবে বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সংগীত পরিবেশিত হয়।

সাধারণ সম্পাদক মো: সিদ্দিক পাটোয়ারী এবং সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকারের সঞ্চালনায় এবারের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল ও ‘বৃহত্তর কুমিল্লা সমিতি’রপ্রতিষ্ঠাতা সভাপতি আলী আক্কাস।

মঞ্চে আসীন অতিথিবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অভিষেক উদযাপন কমিটির আহবায়ক মামুন মিয়াজী, প্রধান সমন্বয়কারী মফিজুল ইসলাম ভুঁইয়া রুমি, সদস্য সচিব জাহাঙ্গীর সরকার, অভিষেক উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা কাজী তোফায়েল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরকার, প্রধান নির্বাচন কমিশনার শামসুদ্দিন শামীম, নির্বাচন কমিশনের সদস্য রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলাম মাসুম, কমিশনের সদস্য মির্জা দস্তগীর, বরুড়া সমিতির সভাপতি বদরুল হক আজাদ, ব্রাহ্মণবাড়িয়ার সমিতির

সভাপতি আলম সরকার, কুমিল্লা সমিতি ইউএসএ’র সভাপতি আবুল হোসেন, ফারুক হোসেন মজুমদার, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন এর উপদেষ্টা আমিন খান জাকির, কুইন্স বাংলাদেশ সোসাইটি সাধারণ সম্পাদক শেখ ফারুকুল ইসলাম, শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র সাবেক প্রেসিডেন্ট ওয়াসিম উদ্দিন ভুঁইয়া, খুলনা সোসাইটির সভাপতি ওয়াহিদ কাজী এলিন, কমিউনিটি এক্টিভিস্ট জামান তপন প্রমুখ।

নবনির্বাচিত ২০২৬-২৭ সালের মেয়াদে কার্যকরী কমিটির সদস্যরা হলেন সভাপতি: মোঃ ইউনুস সরকার, সাধারণ সম্পাদক: মোঃ সিদ্দিক পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি: সিরাজুল হক কামাল, সহ-সভাপতি: মোঃ জাহাঙ্গীর সরকার, সহ-সভাপতি: মামুন মিয়াজী, সহ-সভাপতি: হাজী মোহাম্মদ ইসমাইল মিয়া, সহ-সভাপতি: আবুল খায়ের আখন, সহ সাধারণ সম্পাদক: সোহেল গাজী, কোষাধ্যক্ষ: মোঃ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক: সাইদুল ইসলাম রিয়াদ, প্রচার সম্পাদক: সালাউদ্দিন জাহিদ, ক্রীড়া সম্পাদক: মোঃ বাবুল মিয়া, সমাজকল্যাণ সম্পাদক: এম ও জি রাসেল ভুঁইয়া, মহিলা সম্পাদিকা: ফারহানা

আক্তার। কার্যকরী সদস্য: মফিজুল ইসলাম ভুঁইয়া রুমি, কাজী আসাদ উল্লাহ, বাসেদ ভুঁইয়া, মোঃ আলমগীর হোসেন মোল্লা, আব্দুল মান্নান ভুঁইয়া, এস এম মাহবুবুর রহমান এবং মাহবুব আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি নিউ ইয়র্ক বাংলাদেশ সেসাইটির সভাপতি বৃহত্তর কুমিল্লা সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্যকামনা করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ ইউনুস সরকার উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সবার সহযোগিতায় বৃহত্তর কুমিল্লা সমিতিকে প্রবাসে একটি অনুকরণীয় ও আদর্শ সংগঠনে পরিণত করতে সর্বাত্মক প্রচেষ্টা নেব। তিনি আরো বলেন, আমাদের মধ্যে আর কোন বিভক্তি বা অনৈক্য নাই, আমরা মিলে-মিশে সবাই বৃহত্তর কুমিল্লা সমিতিকে এগিয়ে নিয়ে যাব।

সাধারণ সম্পাদক মো: সিদ্দিকী পাটোয়ারী সংগঠনের কর্মকর্তা এবং সাধারণ সদস্য সহ আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য শীতের মাঝেও আপনাদের উপস্থিতি আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে।

নবনির্বাচিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে রুপসী চাঁদপুর ফাউন্ডেশন, কুমিল্লা সোসাইটি অফ ইউএসএসহসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেছেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী কামরুজ্জামান বকুল, কৃষ্ণা তিথি ও রোকসানা মীর্জা। গুলশান টেরেসের সুস্বাদু নৈশভোজের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সকল ছবি পরিচয় এর নিজস্ব