ইলিশ ভুনা নিঃসন্দেহে একটি সুস্বাদু ও জনপ্রিয় খাবার। এর নরম ও ঝলমলে ইলিশ মাছের সাথে মসলা ও সুগন্ধি তেল মিশে এক অনন্য স্বাদ তৈরি হয়। এটি সাধারণত ভাতের সাথে পরিবেশন করা হয়।
উপকরণ : ইলিশ মাছ- ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি- ১ কাপ (মোটা কুচি), মরিচ গুঁড়া- ১ চা চামচ, হলুদ গুঁড়া- কোয়ার্টার চা চামচ, লবণ- স্বাদ মতো, বাটা পেঁয়াজ- ২ টেবিল চামচ, সরিষার তেল- ৪ টেবিল চামচ, সয়াবিন তেল- ৪ টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ- কয়েকটি
প্রণালি : পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। মাখা হলে বাটা পেঁয়াজ দিয়ে আবারও মেখে নিন। এবার ইলিশের টুকরা দিয়ে দিন মসলার মিশ্রণে। ভালো করে মাখুন। একটি ফ্রাই প্যানে সরিষার তেল ও সয়াবিন তেল গরম করে ইলিশের টুকরা হালকা করে ভেজে নিন। খুব বেশি ভাজবেন না। এক মিনিট ভাজা হলে মাছগুলো প্যানের সাইডে সরিয়ে রেখে একপাশে মেখে রাখা মসলাগুলো দিয়ে দিন। আধা কাপ পানি দিয়ে মসলার বাটি ধুয়ে সেটা দিয়ে দিন প্যানে। কয়েক মিনিট পর মাছ উল্টে দিন। চুলার আঁচ মাঝারি করে ঢাকনা দিয়ে প্যান ঢেকে দিন। ৫ মিনিট পর ঢাকনা তুলে মাছ উল্টে আবারও ঢেকে দিন। ৫ থেকে ৬ মিনিট পর ঢাকনা তুলে আস্ত কাঁচামরিচ দিয়ে দিন। চুলার আঁচ একদম কমিয়ে দমে রাখুন ২ মিনিট। পরিবেশন করুন গরম গরম।