৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শেষের পাতা

দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য অর্ধেকেরও বেশি আমেরিকান ট্রাম্পকে দায়ী করছেন

দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য অর্ধেকেরও বেশি আমেরিকান ট্রাম্পকে দায়ী করছেন

অর্ধেকের বেশি মার্কিন নাগরিক নিত্যপ্রয়োজনী দ্রব্যের দাম বৃদ্ধির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, দাম আরও বাড়বে। পলিটিকো এবং পাবলিক ফার্স্ট পরিচালিত একটি জরিপে দেখা গেছে যে আমেরিকানরা স্বাস্থ্যসেবা এবং আবাসনের ক্রমবর্ধমান ব্যয়ের চেয়ে নিত্যপ্রয়োজনী দ্রব্যের দাম নিয়ে বেশি চিন্তিত, ৫৫ শতাংশ নাগরিক ট্রাম্পের উপরে দোষ চাপিয়েছেন।
জরিপে আরও প্রকাশিত হয়েছে যে, ২০২৪ সালে ট্রাম্পকে ভোট দেওয়া ২০ শতাংশ মানুষ প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাদের নিত্যপ্রয়োজনী দ্রব্যের মূল্য বৃদ্ধির জন্য সরাসরি তাকে দায়ী করেছেন। গত বছর থেকে গড়ে ১৫ পাউন্ড ওজনের টার্কির দাম ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার দাম দাঁড়িয়েছে ৩১ ডলারে। একই গবেষণায় দেখা গেছে যে গরুর মাংস ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে আলুর দাম গত বছরের তুলনায় ০ দশমিক ৫ শতাংশ কমেছে। টেক্সাস এএন্ডএম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক রেমন্ড রবার্টসনও বলেছেন যে সমস্ত লক্ষণই খাদ্যের দামে ‘তীব্র মূল্যবৃদ্ধি’ নির্দেশ করে। সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট।