বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ‘‘সম্প্রতি আমরা ভুল তথ্য ও বিভ্রান্তিমূলক তথ্যেরধারাবাহিক আক্রমণের সম্মুখীন হচ্ছি৷ আমরা আমাদের নিজস্ব সাইবারস্পেস, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, শুধু আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্যই নয়৷’’
গত ২০ নভেম্বর বৃহস্পতিবার দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম সম্মেলনে বক্তব্য দেন তিনি৷ ভারতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ সামাজিক মাধ্যমে তার বক্তব্যের লিখিত কপি পোস্ট করেছেন৷ সন্ত্রাসবাদের প্রতি বাংলাদেশ শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে উল্লেখ করে খলিলুর রহমান বলেন, ‘‘ক্রমবর্ধমান ডিজিটালাইজেশন এবং প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সাইবার অপরাধের হুমকি আমাদের সকল দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে৷ তাই বাংলাদেশে সাইবার নিরাপত্তাকে উচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে৷’’
অন্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আঞ্চলিক নিরাপত্তার জটিলতা মোকাবিলায়, আসুন আমরা পারস্পরিক বিশ্বাস ও সম্মান, স্বার্থের পারস্পরিকতা এবং সুবিধা ভাগাভাগির নীতিগুলো বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি৷’’
স্বাগতিক দেশ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্মেলনের শুরুতে বক্তৃতা করেন৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার প্রথম আলো প্রতিবেদন অনুযায়ী অজিত দোভাল বলেন, ‘‘মহাসাগর আমাদের সবচেয়ে বড় ঐতিহ্য৷ এটি আমাদের অর্থনীতির চালিকা শক্তি৷ সদস্য রাষ্ট্রগুলো অভিন্ন সামুদ্রিক মানচিত্র ভাগাভাগি করে বলেই আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব৷ আমাদের একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক সামুদ্রিক এলাকা বিকাশের স্বার্থে আমাদের একটি সহায়ক পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখতে হবে৷’’