২০২০ সালে অ্যামেরিকার ফেডারেল ট্রেড কমিশন মেটার বিরুদ্ধে একটি মামলা করেছিল। সেই মামলায় বলা হয়েছিল, মেটা কোনোরকম প্রতিযোগিতা এড়াতে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কিনেছিল। তাদের বিরুদ্ধে সরকার অ্যান্টি ট্রাস্ট কেস বা বিশ্বাসযোগ্যতা নিয়ে মামলা করেছিল।
মঙ্গলবার ওয়াশিংটনের আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে। মেটার বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। কর্পোরেট বিশেষজ্ঞদের বক্তব্য, মেটার জন্য এটি একটি বড় জয়। এই মামলায় হেরে গেলে ইনস্টাগ্রাম এবং হোয়াটস্যাপ তাদের গুটিয়ে ফেলতে হতো বলেও মনে করছেন অনেকে।