মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ১৯ নভেম্বর বুধবার জানিয়েছেন, যৌন অপরাধের দায়ে অভিযুক্ত জেফরি এপস্টেইনের ফাইল প্রকাশ করার জন্য কংগ্রেস অনুমোদিত বিলে তিনি স্বাক্ষর করেছেন।
ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে নিখেছেন, ”আমার নির্দেশের পর বিচার বিভাগ প্রায় ৫০ হাজার পাতার নথিপত্র কংগ্রেসকে দেবে।”
ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এই ফাইল নিয়ে খবর সংবাদপত্রের শিরোনামে এসেছে, তার অনুগামীরা ফাইল প্রকাশের দাবি করেছেন।
অ্যাটর্নি জেনারেল প্যাম বনডি বুধবার জানিয়েছেন, ”৩০ দিনের মধ্যে বিচার বিভাগ এই ফাইল প্রকাশ করবে। আমরা আইন মেনে স্বচ্ছ্বতার সঙ্গে এই কাজ করব।”
ট্রাম্প একাধিক ডেমোক্র্যাট নেতার নাম করে দাবি করেছেন, তাদের সঙ্গে এপস্টেইনের সম্পর্ক ছিল। – এএফপি, রয়টার্স