২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাজিলের গরুর মাংস ও কফি থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের

ব্রাজিলের খাদ্যপণ্যের ওপর আরোপিত ৪০ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে গরুর মাংস, কফি, কোকোয়া ও ফলমূল। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র জায়ার বলসোনারোর বিরুদ্ধে মামলার কারণে গত জুলাইয়ে এ শুল্ক আরোপ করা হয়েছিল। সম্প্রতি আরো কিছু দেশের কৃষিপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রে খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।