২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে ১ বিলিয়ন ডলারের সয়াবিন আমদানির চুক্তি বাংলাদেশের

যুক্তরাষ্ট্র থেকে ১ বিলিয়ন ডলারের সয়াবিন আমদানির চুক্তি বাংলাদেশের

যুক্তরাষ্ট্র থেকে বছরে ১ বিলিয়ন ডলারের সয়াবিন বীজ আমদানির লক্ষ্যে সম্প্রতি ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ ও ডেল্টা এগ্রো। এর অংশ হিসেবে গত বুধবার ১৯ নভেম্বরনারায়ণগঞ্জে অবস্থিত সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। কারখানাটি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান।

মার্কিন রাষ্ট্রদূত কারখানা প্রাঙ্গণে পৌঁছলে তাকে স্বাগত জানান এমজিআইয়ের পরিচালক তানজিমা মোস্তফা ও ব্যারিস্টার তাসনিম মোস্তফা, নির্বাহী পরিচালক ও হেড অব এক্সপোর্ট সামিরা রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, ‘যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে সরাসরি আমদানি করা সয়াবিন বাংলাদেশে এসে পৌঁছেছে, যা শুধু মানুষের পুষ্টি নিরাপত্তায় নয়, পশুপালন ও মাছ চাষসহ কৃষিভিত্তিক শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরো বলেন, ‘নভেম্বরের শুরুতে মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ ও ডেল্টা এগ্রোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সয়াবিন আমদানি এক লাফে ১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা দেড় বছর আগেও কল্পনাতীত ছিল। তখন আমদানি ছিল ৩৫০ মিলিয়ন ডলার, সেখান থেকে চলতি বছর ৫০০ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এখন ১ বিলিয়ন ডলারের পথে যাত্রা, এটি সত্যি উল্লেখযোগ্য অগ্রগতি।’

এ সময় এমজিআই পরিচালক তানজিমা মোস্তফা বলেন, ‘আমাদের চেয়ারম্যান সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিপুল পরিমাণ সয়াবিন আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন। এর অংশ হিসেবে আমরা এরই মধ্যে সাত লাখ টনের বেশি সয়াবিন এনেছি, যা যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানির ইতিহাসের সর্বোচ্চ। আমাদের লক্ষ্য বছরে এক মিলিয়ন টন আমদানি করা।’

উল্লেখ্য, এমজিআইয়ের মালিকানাধীন মেঘনা সিডস ক্রাশিং মিলস লিমিটেড ও সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেডের দৈনিক ক্রাশিং সক্ষমতা সাড়ে সাত হাজার টন, যা বাংলাদেশের সর্বোচ্চ। সংবাদসুত্র দৈনিক বণিকবার্তা