২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অর্থনীতি

বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বিশ্ববিখ্যাত আইসক্রিম ব্র্যান্ড ‘বাস্কিন-রবিনস’

বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বিশ্ববিখ্যাত আইসক্রিম ব্র্যান্ড ‘বাস্কিন-রবিনস’

বিশ্বজুড়ে আইসক্রিমপ্রেমীদের কাছে সমাদৃত ব্র্যান্ড বাস্কিন-রবিনস এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এবিজি টাওয়ারে এক অনুষ্ঠানে গ্র্যাভিস ফুডস প্রাইভেট লিমিটেড ও বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল)-এর মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল) এবং বাসকিন-রবিনস এর মধ্যে। বাসকিন-রবিনস এর প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবসা উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (অব.) ক্যাপ্টেন শেখ এহসান রেজা, বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং অফিসার জনাব জিয়াউল হক সিকদার, এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জনাব মোহাম্মদ আব্দুল্লাহ।

বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (অব.) ক্যাপ্টেন শেখ এহসান রেজা বলেন, ‘বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড ও বিশ্ববিখ্যাত আইসক্রিম ব্র্যান্ড বাসকিন-রবিনস-এর মধ্যে এই অংশীদারিত্ব বাংলাদেশের মানুষের জন্য আন্তর্জাতিক মানের আইসক্রিম অভিজ্ঞতা উপহার দেওয়ার নতুন দিগন্ত খুলে দেবে। এই অংশীদারিত্ব আমাদের যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশের মানুষের জন্য বিশ্বমানের ব্র্যান্ড ও অভিজ্ঞতা নিয়ে আসার যে প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি, বাসকিন-রবিনস তারই একটি উদাহরণ।

তিনি আরো বলেন, ‘বাসকিন-রবিনস বিশ্বজুড়ে তাদের বৈচিত্র্যময় ৩১টি ফ্লেভার এবং গুণগত মানের জন্য সুপরিচিত। আমরা বাংলাদেশের বাজারেও সেই আন্তর্জাতিক সব ফ্লেভার নিয়ে আসব, যেন দেশের মানুষ বিশ্বের অন্যান্য দেশের মতোই প্রিমিয়াম মানের আইসক্রিম উপভোগ করতে পারেন।’

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে ধীরে ধীরে দেশের প্রধান প্রধান শহরে শাখা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের আইসক্রিম বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে বাসকিন-রবিনস।

এই সহযোগিতায় একদিকে থাকবে বাসকিন-রবিনসের আন্তর্জাতিক খ্যাতি ও অভিজ্ঞতা, অন্যদিকে থাকবে বসুন্ধরা গ্রুপের শক্তিশালী স্থানীয় উপস্থিতি ও ব্যবস্থাপনা সক্ষমতা। উভয় প্রতিষ্ঠানের এই সমন্বয় বাংলাদেশের ভোক্তাদের জন্য নিয়ে আসবে উচ্চমানের পণ্য, উন্নত গ্রাহকসেবা এবং সৃজনশীল বিপণন উদ্যোগের এক নতুন অভিজ্ঞতা।

বাস্কিন-রবিনস সম্পর্কে : ১৯৪৫ সালে ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত বাস্কিন-রবিনস বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ আইসক্রিম স্পেশালিটি স্টোর চেইন, যার রয়েছে ৫০টিরও বেশি দেশে ৭,৮০০টির বেশি আউটলেট। “৩১টি ভিন্ন স্বাদ”-এর বিখ্যাত ধারণা থেকে শুরু করে নানা প্রিমিয়াম আইসক্রিম, ডেজার্ট ও বেভারেজের মাধ্যমে ব্র্যান্ডটি বিশ্বজুড়ে কোটি কোটি গ্রাহকের মনে জায়গা করে নিয়েছে।