৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে শত শত অভিবাসীকে জামিনে মুক্তির নির্দেশ আদালতের 2056414424

যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক শিকাগোতে ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযানে আটক শত শত অনিবন্ধিত অভিবাসীকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছেন। গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ডিস্ট্রিক্ট জজ জেফরি কামিংস গত ১৩ নভেম্বর বুধবার তাঁর আদেশে বলেছেন, যেসব অভিবাসী নিরাপত্তার জন্য হুমকি নন, তাঁদের অভিবাসন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে মুক্তি দেওয়া যাবে। যেসব অভিবাসীকে সম্ভাব্য কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের ক্ষেত্রে বিচারকের এই আদেশ প্রযোজ্য।

বিচারকের আদেশ অনুযায়ী, আটক ব্যক্তিদের এক হাজার ৫০০ ডলারের জামিনে মুক্তি দেওয়া যাবে এবং তাঁদের ওপর নজরদারির ব্যবস্থা থাকবে। শিকাগো অঞ্চলে ‘অপারেশন মিডওয়ে ব্লিত্জ’ নামে অভিবাসন অভিযানের সময় হাজার হাজার অভিবাসী গ্রেপ্তার হন। আটক ব্যক্তিদের অনেকেই এরই মধ্যে নির্বাসিত হয়েছে অথবা স্বেচ্ছায় দেশ ত্যাগ করতে সম্মত হয়েছেন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এক্সে দেওয়া এক পোস্টে বিচারকের এই রায়ের তীব্র নিন্দা জানিয়েছে।