১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলের নেতাদের সন্তানরা জীবন দেয়নি – সারজিস আলম

জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলের নেতাদের সন্তানরা জীবন দেয়নি – সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানে বড় বড় রাজনৈতিক দলের নেতাদের ছেলে-মেয়েরা জীবন দেয়নি। বড় বড় পলেটিশিয়ানদের কয়জন ছেলে-মেয়ে মারা গেছেন, হিসাব করে দেখেন। জীবন দিয়েছে আপনার আমার মত সাধারণ মানুষেরা, শ্রমিকেরা, তাদের সন্তানেরা। মাঝখানে ফায়দা লুটে কতিপয় রাজনীতিবিদেরা।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শহরের তেঁতুলতলায় চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিসহ নানা অপরাধের বিরুদ্ধে পঞ্চগড় জেলা জুড়ে লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস বলেন, আপনার যদি কিছু চিত্র দেখেন ওই কেন্দ্র থেকে জেলা উপজেলায় একই চিত্র ছড়িয়ে পড়ছে। প্রত্যেক জেলা উপজেলায় ৫ থেকে ১০ জন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেটকারী, মাদক ব্যবসায়ী, বাটপার, কালপ্রিট আছে যারা যে উপজেলাতে রক্ত চুষে খাচ্ছে।

তিনি বলেন, এনসিপি দায়িত্বে এলে অন্য কোন রাজনৈতিক দলের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি করা হবে না, তবে দুর্নীতিবাজরা নিজ দলের হলেও তাদের মুখোশ উন্মোচন করা হবে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে সাধারণ জনগণ, আর মাঝখান দিয়ে ফায়দা লুটেছে তথাকথিত কিছু রাজনীতিবিদেরা। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সারজিস বলেন, কোনো চাঁদাবাজ, নতুন বাংলাদেশে দুর্নীতিবাজদের আর বড় গলায় কথা বলতে দেওয়া হবে না।