গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের রেশ কাটতে না কাটতেই এবার মিশরে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) মিশরের শারম আল-শেখ শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি আয়োজিত এই সম্মেলনে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, সৌদি আরব ও কাতারসহ ইউরোপ ও আরব বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অংশ নেবেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে যোগ দেবেন না বলে জানা গেছে।
এই সম্মেলনের মূল লক্ষ্য হলো—ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপগুলোর জন্য আন্তর্জাতিক সমর্থন তৈরি করা, বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা, নিরাপত্তা ও পুনর্গঠন নিয়ে আলোচনা করা।
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্প আগামী সোমবার ইসরায়েল সফর করবেন। সেখানে তিনি দেশটির পার্লামেন্ট ‘নেসেটে’ ভাষণ দেবেন এবং জিম্মি থাকা ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করবেন। এরপরই তিনি মিশরে গিয়ে প্রেসিডেন্ট সিসির সঙ্গে বৈঠক এবং শান্তি সম্মেলনের স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন।