১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র

শিকাগোতে হেলিকপ্টার, ড্রোন নিয়ে অবৈধবাসী ধরতে অভিযানে ট্রাম্প প্রশাসন

শিকাগোতে হেলিকপ্টার, ড্রোন নিয়ে অবৈধবাসী ধরতে অভিযানে ট্রাম্প প্রশাসন

সপ্তাহ কয়েকের বিরতির পরে নতুন করে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শিকাগোর মতো জনবহুল শহরে অবৈধবাসীদের গতিবিধি চিহ্নিত করতে ড্রোন এমনকি, হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে বলে সে দেশের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইম্‌স জানিয়েছে। গত কয়েক দিনের অভিযানে ঘনবসতিপূর্ণ এলাকা ও শিল্পক্ষেত্রগুলিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

মার্কিন স্বরাষ্ট্র দফতর (ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি) ফেডারেল (কেন্দ্রীয়) অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এই অভিযান পরিচালনা করছে। শুধু শিকাগো শহরেই এখনও পর্যন্ত শতাধিক অবৈধবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি। গত ফেব্রুয়ারি মাসে অবৈধবাসীদের গ্রেফতার করে ফেরত পাঠানোর উদ্দেশ্যে ‘অপারেশন মিডওয়ে ব্লিৎজ়’ শুরু করেছিল ট্রাম্প সরকার। সেপ্টেম্বরে শুরু হওয়া অভিযানকে তার দ্বিতীয় পর্ব বলে চিহ্নিত করছেন অনেকেই।

সেপ্টেম্বরের শুরুতে জর্জিয়া প্রদেশে গাড়ি নির্মাতা সংস্থা হোন্ডাইয়ের কারখানায় হানা দিয়ে ৪৭৫ জন অবৈধবাসীকে গ্রেফতার করেছিল ট্রাম্প সরকার। সে সময় হোয়াইট হাউস কর্তা টম হোম্যানকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি জানিয়েছিলেন, শিল্পক্ষেত্রগুলিতে এ বার নজরদারি আরও বাড়বে। সেই নীতি মেনেই এ বার অমেরিকার তৃতীয় বৃহত্তম শহর তথা অন্যতম শিল্পাঞ্চল শিকাগোতে বিশেষ নজর পড়েছে ট্রাম্প প্রশাসনের। মার্কিন বিশেষজ্ঞদের মতে, কৃষি-সহ আমেরিকার গুরুত্বপূর্ণ শিল্পগুলি অধিকাংশ ক্ষেত্রেই অভিবাসী নাগরিকদের উপর নির্ভরশীল, যাঁদের আমেরিকায় বসবাসের জন্য বৈধ নথি নেই। সুলভ শ্রমের বিনিময়ে অধিক মুনাফা আদায়ের জন্য প্রায় সব সংস্থা সেই পথে হেঁটেছে। কিন্তু আমেরিকানদের স্বার্থ সুরক্ষিত করতে ট্রাম্প অবৈধবাসী ফেরত পাঠাতে দৃঢ়প্রতিজ্ঞ।