১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শেষের পাতা

যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’: বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের ভিসা-পাসপোর্ট সেবার কী হবে?

যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’: বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের ভিসা-পাসপোর্ট সেবার কী হবে?

যুক্তরাষ্ট্রে তহবিল অনুমোদন বন্ধ হয়ে সরকার কার্যত অচল হয়ে পড়লেও কনস্যুলার কার্যক্রম সচল থাকবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব কনস্যুলার অ্যাফেয়ার্স। বুধবার বিকেলে দেওয়া এক ঘোষণায় বলা হয়, বিদেশে এবং যুক্তরাষ্ট্রের ভেতরে পাসপোর্ট ও ভিসা সেবা চালু থাকবে। পাশাপাশি বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সহায়তাও অব্যাহত থাকবে। তবে সংস্থাটি জানায়, কনস্যুলার কার্যক্রমে যেসব সহায়ক দাপ্তরিক সেবা প্রয়োজন হয়, তার কিছু অংশ আপাতত স্থগিত থাকবে।

অচলাবস্থার কারণে বুধবার সকাল থেকেই মধ্যপ্রাচ্য ও এশিয়ার মার্কিন দূতাবাসগুলো সীমিত কার্যক্রমের ঘোষণা দিতে শুরু করে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত দূতাবাস এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে জানায়, ‘বরাদ্দ স্থগিত থাকায় আমাদের অ্যাকাউন্ট নিয়মিত আপডেট করা হবে না। তবে জরুরি নিরাপত্তা ও সুরক্ষাসংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে।’

একই ধরনের বিজ্ঞপ্তি দিয়েছে সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, ভারত ও বাংলাদেশে অবস্থিত মার্কিন মিশনগুলোও। এর মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, ফেডারেল তহবিল সংকট মোকাবেলায় বিশ্বব্যাপী মার্কিন কূটনৈতিক মিশনগুলো সমন্বিত পদক্ষেপ নিয়েছে।

ভিসা বা পাসপোর্ট আবেদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও দূতাবাসগুলো আশ্বস্ত করেছে যে নির্ধারিত কার্যক্রম চালু থাকবে। এক বিবৃতিতে জানানো হয়, ‘যুক্তরাষ্ট্রে এবং বিদেশের মার্কিন কনস্যুলেট ও দূতাবাসগুলোতে নির্ধারিত ভিসা ও পাসপোর্ট সেবা পরিস্থিতি সাপেক্ষে চলবে।’

তবে তারা স্পষ্ট করেছে, পূর্ণ কার্যক্রম ফের শুরুর আগে পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত তথ্য দেওয়া হবে না। শুধু জরুরি নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কিত তথ্য প্রকাশ করা হবে। যাদের ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে অথবা জরুরি ভ্রমণের প্রয়োজন দেখা দিয়েছে, তাদের travel.state.gov ওয়েবসাইটে গিয়ে হালনাগাদ তথ্য দেখতে বলা হয়েছে।