১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শেষের পাতা

মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান, যুক্তরাষ্ট্র ও কানাডায় বিভক্ত ফোবানার নামে তিন সম্মেলনের সমাপ্তি

মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান, যুক্তরাষ্ট্র ও কানাডায় বিভক্ত ফোবানার নামে তিন সম্মেলনের সমাপ্তি

গত লেবার ডে উইকেন্ড (আগষ্ট ২৯, ৩০ ও ৩১) ঘিরে বিগত বছরগুলোর মতো এবারো নানা আয়োজনে বিভক্ত বাংলাদেশ এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর তিনটি সম্মেলন অনুষ্ঠিত হলো উত্তর আমেরিকার তিন রাজ্যে। গত ২৯, ৩০ ও ৩১ আগষ্ট অনুষ্ঠিত এবারের সম্মেলন ছিলো ৩৯তম ফোবানা কনভেনশন।

এই তিনটি সম্মেলনের একটি সম্মেলন হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের নায়াগ্রা ফলসে, অপরটি হয় জর্জিয়া রাজ্যের আটলান্টায়। আরেকটি হলো কানাডার মনট্রিয়লে। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার (২৯ আগষ্ট) ফোবানা সম্মেলন তিনটি শুরু হয়।

বিগত বছরগুলোর মতো এবছরের সম্মেলনগুলোতে সেমিনার, আলোচনা, কাব্য জলসা, মেলা প্রভৃতি থাকলেও তবে মূল আকর্ষণ ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে। এছাড়াও সম্মেলনগুলোতে ছিলো তথা কথিত ‘কমিউনিটির কল্যাণে ভালো কাজের স্বীকৃতি’ স্বরূপ ‘অ্যাওয়ার্ড/প্ল্যাক’ প্রদান পর্ব। সম্মেলনগুলোর অনুষ্ঠানগুলোতে মূলধারার রাজনীতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। ৩১ আগষ্ট, রোববার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভক্ত তিনটি সম্মেলনের সমাপ্তি ঘটে।

এদিকে বিভক্ত ফোবানার তিনটি সম্মেলনের স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী বছরও পৃথক তিনটি স্থানে ৪০তম ফোবানা সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আটলান্টা সম্মেলন থেকে আগামী বছরের (২০২৬) সম্মেলন ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে এবং ২০২৭ সালের সম্মেলনের জন্য টেক্সাসের হিউস্টন আর মন্ট্রিয়ল সম্মেলন থেকে আগামী সম্মেলন (২০২৬) ফ্লোরিডায় হবে বলে ঘোষণা করা হয়েছে।


অপরদিকে নায়াগ্রা ফলস সম্মেলনের স্টিয়ারিং কমিটির সভায় নতুন কমিটি (আংশিক) গঠন করা হলেও আগামী বছর সম্মেলনের নতুন ভেন্যু কোথায় হবে বা আয়োজক সংগঠন হবে কোন সংগঠন সে ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।


উল্লেখ্য, উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের এক ছাতার নীচে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ১৯৮৭ সালে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘ফোবানা’ প্রতিষ্ঠা হয়। বৃহৎ এই সংগঠনটি তার কর্মকান্ডের মাধ্যমে দেশ ও প্রবাসের একটি ‘আইকনিক’ সংগঠনে পরিণত হলেও পরবর্তীতে নেতৃবৃন্দের ব্যক্তিগত ইগো, রাজনৈতিক মতপার্থক্য সহ ফোবানা গঠনতন্ত্র না মানার কারণে সংগঠনটি বিভক্ত হয়ে পড়ে।

আর বিভক্তির ফলে ফোবানা হারিয়েছে তার ঐতিহ্য। সাধারণ প্রবাসীদের একটিই দাবী যেকোন মূল্যে ঐক্যবদ্ধ ফোবানা।

জমজমাট আটলান্টা ফোবানা সম্মেলন :
‘বাংলা ধারা’ আয়োজিত আটলান্টায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন শুরু হয় ২৯ আগষ্ট শুক্রবার। ৩১ আগষ্টরোববার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপ্তি ঘটে। ‘গ্যাস সাউথ কনভেনশন সেন্টার’-এ আয়োজিত এই সম্মেলনে অংশগ্রহণকারীদের মতে, সাম্প্রতিক সময়ের সবচেয়ে জমজমাট ফোবানা আয়োজন এটি। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এতে যোগ দেন। ফলে সম্মেলনটি জমজমাট হয়ে উঠে।

৩০ আগষ্ট শনিবার সকালে ফোবানা সম্মেলনের বিজনেস নেটওয়ার্ক পর্বে আলোচনায় অংশ নিয়ে জর্জিয়া অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোনস বলেছেন, শুধু জর্জিয়াতেই নয়, সর্বত্রই বাংলাদেশীরা একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় কমিউনিটি। ফোবানার মাধ্যমে আটলান্টার গ্যাস সেন্টারে বাংলাদেশীদের যে সমাবেশ ঘটেছে তা এ কমিউনিটির ঐক্য ও সংহতির প্রমাণ বহন করে। এর আগে লেফটেন্যান্ট গভর্নর ফোবানা সম্মেলনের প্রধান মঞ্চ এবং বিভিন্ন হল জুড়ে ছড়িয়ে থাকা স্টল ঘুরে দেখেন।

তিনি আয়োজকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন এবং অভিবাদন বিনিময় করেন। অনুষ্ঠানে কি-নোট স্পিকার ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ভেভেলপমেন্ট কর্পোরেশনের (বিডা) চেয়ারপারসন আশিক চৌধুরী।

বিজনেস নেটওয়ার্ক লাঞ্চে সভাপতিত্ব করেন হোস্ট কমিউনিটির চেয়ারপার্সন ডিউক খান। এসময় বক্তব্য রাখেন আবীর আলমগীর, মোহাম্মদ আলমগীর, মাহবুবুর রহমান ভুইয়া ও নাহিদুল খান সাহেল। আলোচনা পর্বে আরও মতবিনিময় করেন ফোবানা লোকাল কমিটির প্রেসিডেন্ট ডিউক খান, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডিএম সালাউদ্দিন মাহমুদ, মায়ামির কনসাল জেনারেল মিস সেহেলি সাবরিন, জর্জিয়া স্টেট সিনেটর গেইভ ওকিই, ষ্টেট সিনেটর শেখ রহমান, ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা, ব্যবসায়ী ও শিল্পপতি গোলাম ফারুক ভুইয়া, ফোবানা’র সিনিয়র কো-কনভেনর কাজী নাহিদ, চীফ কো-অর্ডিনেটর এম মৌলা দিলু, কাব্য জলসা ও সাহিত্য সভা কমিটির চেয়ারম্যান আবু লিয়াকত হুসেন প্রমুখ।


সংস্কৃতিক পর্বে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পরা সঙ্গীত পরিবশেন করেন। এছাড়াও প্রবাসের বিভিন্ন সংগঠনের শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন।


আটলান্টার ৭জন মেধাবী শিক্ষার্থীকে ফোবানা স্কলারশিপ দেয়া হয়। মুল মঞ্চে তাদের হাতে তুলে দেয়া হয় স্কলারশিপের চেক। এবারের সম্মেলনে সায়েন্স ফেয়ার, বইমেলা, কাব‍্য জলসাসহ ১৪টি বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বলে আয়োজকরা জানান।


কাব্যজলসা: এই সম্মেলনে বর্ণাঢ্য কাব্য জলসা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু লিয়াকত হুসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিজোয়ান আহমেদ হৃদয়। কাব্যজলসার প্রধান অতিথি ছিলেন কবি ও বাচিক শিল্পী ড. ভাস্বর বন্দোপাধ্যায়। তিনি বলেন, প্রবাসের মাটিতেও কবিতা মানুষের হৃদয়ে নতুন বীজ বোনে। কাব্যই পারে ভিন্ন সংস্কৃতিকে একত্র করতে। আলোচনা করেন, বক্তব্য রাখেন এবং কবিতা পাঠে অংশ নেন রাশেদ চৌধুরী, মৃদুল রহমান, জুয়েল সাদাত, কৃষ্ণ রয়, পংকজ কুমার, হেলাল উদদীন রানা, জাফরিন ফরিদ, সোহানা তুলি, সেলিনা মলি, ইকবাল এমদাদ জুয়েল, জুনায়েদ আকতার, আনিস আহমেদ, জাকিয়া তৌফিক, নাসিম জাফর, সরোয়ার কামাল,কাকলি বিশ্বাস, মাহমুদ মোরশেদ আনোয়ার, মোস্তাফিজুর রহমান, নাহিদ শারমিন, আবীর আলমগীর, সুমিত্রা পন্ডিত, ফাহমিদা হোসেন শম্পা, তামান্না জেসমিন এবং ওমর কায়সার। কাব্য জলসা অনুষ্ঠানে তিনটা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।


বিগত বছরগুলোর মতো এবারো সম্মেলনে কমিউনিটিতে গুরুত্বপূর্ণ বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠন ও ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উল্লেখযোগ্য ফোবানা আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড পেয়েছে হোপ ফাউন্ডেশন (ফ্লোরিডা)। ফোবানা’র কাজে বিশেষ অবদানের জন্য ফোবানা আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড পেয়েছেন মোহাম্মদ আলমগীর (ভার্জিনিয়া)। সেরা কালচারাল অ্যাওয়ার্ড পেয়েছে আটলান্টার উদীচী এবং শিকাগোর বাংলাদেশ এসোসিয়েশন অব শিকাগোল্যান্ড। আটলান্টায় অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে ব্যবস্থাপনার ত্রুটির মধ্যে উল্লেখযোগ্য ছিল শনিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে হলের ধারণক্ষমতার (১৭০০) চাইতে বেশী টিকেট কিংবা ভলান্টিয়ার পাশ বিতরণ। ফলে স্থানীয়ফায়ার ডিপার্টমেন্টের নির্দেশে হলটি বন্ধ করে দেওয়া হয়। তবে ঐদিনের নার্ধারিত শিল্পী প্রীতম হাসান পরদান রবিববার ৩১ আগষ্ট দুপুরে গান পরিবেশন করেন।


তুন কমিটি ঘোষণা: ফোবানা’র আটলান্টা সম্মেলনের শেষ দিন রোববার ফোবানার আগামী ২০২৫-২০২৬ কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। সংশ্লিস্টরা জানান, ফোবানা’র সাধারণ সভার পর গঠনতন্ত্র অনুয়ায়ী প্রতিবছরই ৩১ সদস‍্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এবার ৬১টি সদস্য সংগঠন তাদের ভোটের মাধ্যমে ৩১ সদস‍্য বিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত করেছেন। কমিটির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন রবিউল করিম বেলাল (পেনসেলভেনিয়া), ভাইস চেয়ারপারসন- এম রহমান জহির (ফ্লোরিডা), এক্সিকিউটিভ সেক্রেটারী- খালেদ রউফ (শিকাগো), জয়েন এক্সিকিউটিভ সেক্রেটারী- এনথনি পিউস গোমেজ (ভার্জিনিয়া), ট্রেজারার- মহিন উদ্দিন দুলাল (আটলান্টা)। এছাড়াও ৯জন আউট ল’ স্ট‍্যান্ডিং মেম্বার ও ১৭টি সংগঠন এক্সিকিউটিভ সদস্য নির্বাচিত হয়েছেন।


এদিকে সভার সিদ্ধান্ত মোতাবেক ২০২৬ সালের ফোবানা সম্মেলন অর্থাৎ ৪০তম অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে। আয়োজক সংগঠনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া। আর ৪১তম ফোবানা সম্মেলন অর্থাৎ ২০২৭ সালের ফোবানা সম্মেলন হবে টেক্সাসের হিউস্টন শহরে। আয়োজক সংগঠনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার হিউস্টন।

গানে গানে আনন্দমুখর, ব্যবস্থাপনার দুর্বল নায়াগ্রা ফলস ফোবানা সম্মেলন : বিশ্বের সপ্তম আশ্চর্য নায়াগ্রা ফলসের শহর নিউইয়র্কের নায়াগ্রা ফলসে অনুষ্ঠিত হলো ফোবানার একংশের তিনদিনব্যাপী সম্মেলন। স্থানীয় ‘শেরাটন নায়াগ্রা ফলস’-এ ২৯ আগষ্ট শুক্রবার এই সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আগত প্রধান অতিথি অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। এ সম্মেলনে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হক ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা অতিথি হিসেবে যোগ দেন। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ। সঞ্চালনায় ছিলেন এক্সিকিউটিভ সেক্রেটারী কাজী আজম।


সম্মেলনে ড. সলিমুল্লাহ খান তার বক্তব্যে বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশীদের নিঃশর্তভাবে সর্মথনের কথা উল্লেখ করে বলেন, আজকের বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে দেশ ও প্রবাসের সকল বাংলাদেশীকে এগিয়ে আসতে হবে। তা নাহলে ৩৬ জুলাইয়ের অর্জন হারিয়ে যাবে। শত বছর পিছিয়ে যাবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।


সম্মেলনের বিভিন্ন পর্বে আমন্ত্রিত অতিথি ছাড়াও ফোবানার কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, গিয়াস আহমেদ, আলী ইমাম মজুমদার, আবু জোবায়ের দারা, মইনুল হক চৌধুরী হেলাল, ফিরোজ আলম, তারেক হাসান খান, নিশান রহীম, শাহাব উদ্দিন সাগর প্রমুখ বক্তব্য রাখেন। এই সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর, প্রীতম হাসান, প্রতিক হাসান, আতিয়া আনিসা ও রেশমী মির্জা। এছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মধ্যে রানো নেওয়াজ, শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, অনিক রাজ প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন। উপস্থাপনায় ছিলেন শারমিন সিরাজ সোনিয়া। সম্মেলনের শেষ দিন ভেন্যুতে ছিলো দর্শক-শ্রোতাদের উপচেপড়া ভীড়।


সম্মেলন উপলক্ষে ‘জলপ্রপাত’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। এটি সম্পাদনা করেছেন ফোবানা স্টিয়ারিং কমিটির সদস্য ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি ড. সলিমুল্লাহ খান।

নাযাগ্রা ফলসে অনুষ্ঠিত ফোবানা সম্মেলণ ছিল একটু ব্যাতিক্রম সম্মেলনে স্থানীয় কোন হোষ্ট সংগঠন না থাকায় সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় নানাবিধ দুর্বলতা গানে গানে আনন্দঘন সম্মেলনকে প্রশ্নবিদ্ধ করেছে। নিউ ইয়র্ক থেকে সাংবাদিকদের আমন্ত্রণ করে নিয় যাওয়া হলেও তাদের প্রতি আয়োজকদের চরম অবহেলা ছিল কষ্টদায়ক ও অপমানজনক। আগত অতিথিদের অনেকে খাওয়া দাওয়ার ব্যাপারে সম্মেলনের প্রত্যেকদিনেই সঙ্কটে কাটিয়েছেন।

এদিকে নায়াগ্রা ফলস সম্মেলনের স্টিয়ারিং কমিটির সভায় নতুন কমিটি (আংশিক) গঠন করা হলেও আগামী বছর সম্মেলনের নতুন ভেন্যু কোথায় হবে বা আয়োজক সংগঠন হবে কোন সংগঠন সে ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। ২০২৬ সালের ফোবানা সম্মেলনের ভেন্যুর বিষয়ে নতুন কমিটি পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। নায়াগ্রায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা কনভেনশনের স্টিয়ারিং কমিটির সভায় আগামী ২০২৬-২০২৭ সালের জন্য গিয়াস আহমেদ চেয়ারম্যান, ফিরোজ আহমেদ এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারী, কাজী সাখাওয়াত হোসেন আজম সিনিয়র ভাইস চেয়ারম্যান, শাহাব উদ্দিন সাগর জয়েন্ট এক্সিকিউটিভ মেম্বার সেক্রেটারী এবং ওয়াহিদ কাজী এলিন ট্রেজারার নির্বাচিত হয়েছেন। স্টিয়ারিং কমিটির প্রথম সদস্য পদাধিকার বলে সদ্য বিদায়ী চেয়ারম্যান শাহ নেওয়াজ। নতুন কমিটির নির্বাচিত ছয় জন এবং তিন জন সাবেক চেয়ারম্যান যথাক্রমে মোহাম্মদ হোসেন খান, আলী ইমাম, ডা. মাসুদুর রহমান ও সদ্য বিদায়ী চেয়ারম্যান শাহ নেওয়াজ মিলে পূর্নাঙ্গ স্টিয়ারিং কমিটি গঠন এবং পরবর্তী কনভেনশনের স্থান পরে ঘোষণা করবেন বলে শাহাব উদ্দীন সাগর জানিয়েছেন। তবে কানাডার একটি আর যুক্তরাষ্ট্রের দুটি রাজ্য থেকে আগামী বছর সম্মেলন আয়োজন করার দাবী করা হয় বলে সভা সূত্র জানায়।

আবার ভাঙ্গনের সুর মন্ট্রিয়ল ফোবানায়: নানা আয়োজনে ফোবানা সম্মেলন কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত হয়। এবার ফোবানার ৩৯তম আসরের আয়োজক ছিলো কানাডা বাংলাদেশ সলিডারিটি। ২৯ আগষ্ট শুক্রবার মন্ট্রিয়লে তিনদিনব্যাপী ফোবানার উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। সম্মেলন চলে ৩১ আগষ্ট রোববার রাত পর্যন্ত। সম্মেলনগুলোতে স্থানীয় শিল্প সহ বাংলাদেশ থেকে আগত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় তিনদিনব্যাপী ফোবানা সম্মেলন। শুক্রবার ফোবানার প্রথম দিনে গালা নাইটে পাঁচ শতাধিক আমন্ত্রিত অতিথি যোগ দেন বলেন আয়োজকরা দাবী করেন। ছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহর থেকে এবং বাংলাদেশ থেকে আগত শিল্পীরা। তাদের গল্প-আড্ডায় এক মেলবন্ধনের সৃষ্টি হয়। সম্মেলনের এবারের স্লোগান ছিলো ‘বাংলাদেশের ঐতিহ্যে আলোকিত মন্ট্রিয়ল’।


আয়োজকরা জানান, তিনদিনের অনুষ্ঠান থরে থরে সাজানো হয়েছিলো বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের নানা অনুষ্ঠান। গান-নাচের পাশাপাশি ছিলো শিল্প, সাহিত্য ও অর্থনীতি নিয়ে সেমিনার। অনুষ্ঠানে আয়োজক কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে সমবেত কণ্ঠে ফোবানার থিম সঙ গেয়ে শোনান সংগীত শিল্পীরা।


সম্মেলনের বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান, সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, এবারের সম্মেলনের কনভেনর জিয়াউল হক জিয়া, এক্সিকিউটিভ সেক্রেটারী নিহাল রহিম প্রমুখ। সাংস্কৃতিক পর্বে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন সঙ্গীত শিল্পী তপন চৌধুরী, দিনাত জাহান মুন্নি, হাসান, বিন্দু কনা, মম ও আজমির কামাল, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেত্রী নুসরাত ফারিয়া, নৃত্যশিল্পী ইতিশা প্রমুখ। বিভিন্ন পর্ব উপস্থাপনায় ছিলেন খন্দকার ইসমাইল।


নতুন কমিটি ২০২৫-২০২৬ ঘোষণা: কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে অনুষ্ঠিত ফোবানার সাধারণ সভায় ফোবানার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রসঙ্গে মন্টিয়ল ফোবানার প্রধান নির্বাচন কমিশনার বেদারুল ইসলাম বাবলা জানান, মন্ট্রিয়ল ফোবানা ২০২৫ থেকে আগামীর ৪০তম ফোবানা ২০২৬ হতে যাচ্ছে ফ্লোরিডার ওলান্ডো। নতুন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন জাহিদ হোসেন পিন্টু (ক্যালিফোর্নিয়া) এবং ভাইস প্রেসিডেন্ট জিয়াউল হক (মন্ট্রিয়ল)। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এক্সিকিউটিভ সেক্রেটারী নেহাল রহিম (টেক্সাস), এজিএস, আমিনুল জিলানী কলিন্স (নিউইয়র্ক), কোষাধক্ষ্য সাহিদা হাই (নিউইয়র্ক)। নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন, বেদারুল ইসলাম বাবলা (প্রধান), কাজী মশহুরুল হুদা ও ইকবাল কবির (সদস্য)।


অপরদিকে ফোবানার সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী জানান, ফোবানার সভায় সর্বসম্মতিক্রমে নিউইয়র্কের জাকারিয়া চৌধুরীকে পুনরায় চেয়ারম্যান, কানাডার দেওয়ান মনিরুজ্জামান-কে ভাইস চেয়ারম্যান, টেক্সাসের নেহাল রহিম কে এক্সিকিউটিভ সেক্রেটারী, নিউইয়র্কের আমিনুল ইসলাম কলিন্স কে জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত করা হয় বলে জাকারিয়া জানান।


তিনি আরো জানান যে, সভায় জাকারিয়া চৌধুরী কর্তৃক আনিত এক প্রস্তাবে ফোবানার গঠনতন্ত্রে নতুন একটি আর্টিকেল সংযোজন করা হয়। এতে বলা হয় বায়ান্নর মহান ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাসী সংগঠনসমূহ-ই এই ফোবানার অন্তর্ভুক্ত হতে পারবেন।


বেদারুল ইসলাম বাবলা ফোবানা কমিটি গঠন প্রসঙ্গে জাকারিয়া চৌধুরীর দাবী প্রসঙ্গে কোন মন্তব্য না করে এই প্রতনিধিকে জানান, ফোবানার এক্সিকিউটিভ চেয়ারম্যান ও ভাইস প্রেসিডেন্ট পদে গোপন ভোটে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সেই নির্বাচনে জাহিদ হোসেন পিন্টু (ক্যালিফোর্নিয়া) এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং জিয়াউল হক (মন্ট্রিয়ল) ভাইস প্রেসিডেন্ট। অন্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হন।


সভায় আগামী বছর ফোবানা সম্মেলনের হোস্ট সংগঠন হিসেবে নির্বাচিত হয় অরলেন্ডো বাংলাদেশ সমিতি, ফ্লোরিডা। খবর ইউএনএ’র।