নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী জোহরান মামদানি তহবিল সংগ্রহে এগিয়ে রয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি ১ মিলিয়ন ডলারেরও বেশি সংগ্রহ করেছেন। জুন মাসে নিউ ইয়র্ক সিটির মেয়র ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়লাভের পর মামদানি দ্রুত প্রগতিশীল ডেমোক্র্যাটদের মধ্যে একজন উদীয়মান তারকা হয়ে উঠেছেন।
Screenshot
২০২৫ সালের জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত তার সংগৃহীত ১০ লাখ ৫১ হাজার ২০০ ডলার বর্তমান মেয়র এরিক অ্যাডামসের সংগৃহীত ৪ লাখ ২০ হাজার ৮৮৬ ডলার এবং জুলাই মাসে প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়ার পর থেকে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমোর প্রচারণা শুরু করার পর থেকে ৫ লাখ ৭ হাজার ৬৬০ ডলারের বেশি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কুওমো তার শহরের প্রচারণা তহবিল জোরদার করার জন্য রাজ্য-স্তরের প্রচারণা অ্যাকাউন্ট থেকে ৬৮ হাজার ডলারেরও বেশি স্থানান্তর করেছেন ।
তবে শুধু তহবিল সংগ্রহে নয়, সম্ভাব্য ভোটারদের জরীপেও এগিয়ে রয়েছেন মামদানী। সর্বশেষ এবিসি নিউজে প্রকাশিত টুসিন রিসার্চ এর জরীপ অনুযায়ী নিউ ইয়র্ক সিটির মেয়র পদের আসন্ন নির্বাচন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানী সমর্থন রয়েছে গড়ে ৪২ শতাংশ ভোটারের কাছে, নিকটতম প্রতিদ্বন্ধী ডেমোক্রেট প্রাইমারীতে মামদানীর নিকট পরাজিত হয়ে বর্তমানে স্বতন্ত্র প্রার্থী নিউ ইয়র্ক ষ্টেটের সাবেক গভর্ণর এন্ড্রু কুমো সমর্থন পাচ্ছেন গড়ে ২৬ শতাংশ ভোটারের নিকট, রিপাবলিকান দলীয় প্রার্থী কার্টিস স্লিওয়া পাচ্ছেন জরীপে অংশ গ্রহণকারী সম্ভাব্য ১৭ শতাংশের ভোট এবং বর্তমান মেয়র, স্বতন্ত্র প্রার্থী এরিক এডামসের প্রতি রয়েছে গড়ে ৯% সম্ভাব্য ভোটারের সমর্থন।