২৯ আগষ্ট শুক্রবার অপরাহ্নে আটলান্টার গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে শুরু হলো ৩৯তম ফোবানা সম্মেলন।
রাতে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এবারের সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ ইনভেষ্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান -বিডার চেয়ারম্যান আশিক বিন হারুন।
২৯ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় প্রথম দিনে ব্ল্যাকটাই ডিনারে বক্তৃতা দিলেন জর্জিয়ার মুলধারার রাজনীতিবিদরা।ছিলেন জর্জিয়ার ষ্টেট সিনেটর শেখ রহমান এবং নাবিলা ইসলাম ।
প্রায় সকলের কন্ঠে উচ্চারিত হলো বাংলাদেশি আমেরিকান নেতৃত্বের প্রশংসা আর এগিয়ে যাওয়ার অহংকারের কথা। উদ্ভোধনী অনুষ্ঠানে বাজল বাংলাদেশের জাতীয় সংগীত। মুহূর্তেই হলঘরে বসা সবাই দাঁড়িয়ে গেল। পাশে দাঁড়ানো এক প্রবাসী অশ্রুসিক্ত চোখে বললেন, “আমার বয়স হয়েছে, কিন্তু এই সুর শুনলেই মনে হয় আমি আবার দেশে ফিরে গেছি।”
এরপর একে একে বাজল যুক্তরাষ্ট্র ও কানাডার জাতীয় সংগীত। তিনটি সুর মিলেমিশে যেন বলছিল—বাংলাদেশি পরিচয় হারায়নি, বরং বিশ্বমঞ্চে আরও দৃঢ় হয়েছে।
এবারের সম্মেলনে কানসাস থেকে এসেছেন ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা। তিনি অভিভূত হয়ে বললেন, “এবারের সম্মেলনে নতুন প্রজন্মের অংশগ্রহণ আমার সবচেয়ে বড় আনন্দ।”
পাশেই দাঁড়ানো নিউজার্সি থেকে আসা শিল্পসাহিত্যের পৃষ্ঠপোষক শিল্পপতি গোলাম ফারুক ভুইয়া বললেন, “এই মেলা আমাদের দূরত্ব কমায়। এখানে এসে মনে হয়, আমরা সবাই একই পরিবারের।”
আটলান্টায় এবারেরর ফোবানা সম্মেলন তিন দিনের জমজমাট আয়োজন।
বিনোদন, সংগীতানুষ্ঠান থেকে শুরু করে ব্যবসায়িক নেটওয়ার্কিং, সেমিনার থেকে ইয়ুথ ফোরাম—সব মিলিয়ে ফোবানা যেন বাংলাদেশের এক ক্ষুদ্র সংস্করণ। যেখানে শিল্প-সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা আর আড্ডা মিশে গেছে একসাথে।
ফোবানা – প্রবাসীদের জন্য শেকড়ের টান, নস্টালজিয়া, আর প্রজন্মের হাতে সংস্কৃতি তুলে দেওয়ার মহাযজ্ঞ।
এবারের ৩৯তম ফোবানাকে সফলকরার জন্য হোস্ট কমিটির সভাপতি ডিউক খান, কনভেনর নাহিদুল খান সাহেল, মেম্বার সেক্রেটারি মাহবুবুর রহমান ভুইয়া, কাজী নাহিদ ও এম মাওলা দিলু সম্মেলনকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী এবং সেক্রেটারি সাংবাদিক আবীর আলমগীর, নাহিদ কাজী,মোয়াজ্জেম এইচ চৌধুরী, সিনেটর নাবিলা ইসলাম, সিনেটর জস ম্যাকলেইন,তাসিক আহমেদ,কবি ও বাচিক শিল্পী ভাস্কর ব্যানার্জি এবং এবারের সম্মলনের প্রধান অতিথিবাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি’ র চেয়ারম্যান আশিক চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।