১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র

আর সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পাবেন না প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা!

আর সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পাবেন না প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা!

যুক্তরাষ্ট্রেরপ্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হিসাবে এত দিন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পাচ্ছিলেন কমলা হ্যারিস। তা প্রত্যাহার করে নেওয়া হল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টেরা আজীবন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পেয়ে থাকেন। নিয়ম তেমনই। প্রথমে কথা ছিল, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হিসাবে আরও মাস ছয়েক এই নিরাপত্তা পাবেন কমলা। গত ২১ জুলাই তার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু গত নির্বাচনে কমলাই ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন বলে হোয়াইট হাউস ছাড়ার আগে তাঁর নিরাপত্তা পাওয়ার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের সেই সিদ্ধান্তই প্রত্যাহার করে দিলেন ট্রাম্প।

বৃহস্পতিবার ট্রাম্প ‘হোমল্যান্ড সিকিউরিটি’কে যে নির্দেশিকা পাঠিয়েছেন, তাতে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে আর সিক্রেট সার্ভিসের নিরাপত্তা পাবেন না কমলা।

কমলার উপদেষ্টা কার্স্টেন অ্যালেন সিএনএন-কে বলেছেন, ‘‘সিক্রেট সার্ভিসের পেশাদারিত্ব এবং কারও নিরাপত্তার প্রতি তাদের এই দায়বদ্ধতাকে কুর্নিশ জানিয়েছেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট।’’ কমলা ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। ট্রাম্প সরকার তাঁর নিরাপত্তা তুলে নেওয়ার খবর শুনে ক্ষোভ প্রকাশ করেছেন সেখানকার গভর্নর তথা কমলার দলের নেতা গ্যাভিন নিউসম। ট্রাম্পের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তুলেছেন তিনি। তবে সে ক্ষেত্রে সিটি পুলিশের নিরাপত্তা পেতে পারেন কমলা।