১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশের ১৮ শতাংশ মানুষ যেকোনো সময় গরিব হতে পারে

বাংলাদেশে দারিদ্র্যের হার তিন বছরে ব্যাপক বেড়েছে। এখন প্রতি ১০ জনের একজন চরম দারিদ্র্যে ভুগছে। এ ছাড়া প্রায় ১৮ শতাংশ মানুষ এমন অবস্থায় আছে, যেকোনো সময় তারা দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক জাতীয় পর্যায়ের গবেষণা থেকে এই তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, শুধু দারিদ্র্য নয়, অতি দারিদ্র্যও বেড়েছে উদ্বেগজনক হারে। ২০২২ সালে সরকারি হিসাব অনুযায়ী, অতি দারিদ্র্যের হার ছিল ৫.৬ শতাংশ। তিন বছরের ব্যবধানে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৯.৩৫ শতাংশে।

রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে গত ২৫ আগষ্ট এ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।

‘ইকোনমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউসহোল্ড লেভেল ইন মিড ২০২৫’ শীর্ষক গবেষণার ফলাফল তুলে ধরেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।

তিনি জানান, মে মাসে দেশের আট হাজার ৬৭টি পরিবারের ৩৩ হাজারের বেশি মানুষের মতামতের ভিত্তিতে এ গবেষণা পরিচালিত হয়, যা অর্থায়ন করেছে অর্থ মন্ত্রণালয়।

গত মে মাসে ৮ হাজার ৬৭টি পরিবারের ৩৩ হাজার ২০৭ জন ব্যক্তির মতামতের ভিত্তিতে গবেষণাটি করা হয়।