২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র

যে কোনও সময়ে বাতিলের আশঙ্কা, ৫৫ মিলিয়ন মার্কিন ভিসাধারীর রেকর্ড খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন

যে কোনও সময়ে বাতিলের আশঙ্কা, ৫৫ মিলিয়ন মার্কিন ভিসাধারীর রেকর্ড খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন

বৈধ ভাবে আমেরিকায় বসবাস করছেন এমন বিদেশিদের উপরে কোপ পড়তে চলেছে বলে অনুমান করা হচ্ছে। অবৈধ অভিবাসীদের উপর খড়্গহস্ত ট্রাম্প প্রশাসন। আমেরিকা জুড়ে চলছে ব্যাপক ধরপাকড়। এ বার বৈধ ভাবে আমেরিকায় বসবাস করছেন এমন বিদেশিদের উপরেও কোপ পড়ার আশঙ্কা। প্রায় ৫৫ মিলিয়নের বেশি বিদেশির নথি খতিয়ে দেখতে চলেছে ওয়াশিংটন। সূত্রের খবর, কোনও অনিয়ম দেখলেই সঙ্গে সঙ্গে ভিসা বাতিল করে দেওয়া হবে।

অ্যাসোসিয়েটেড প্রেসের একটি প্রশ্নের লিখিত উত্তরে মার্কিন বিদেশ দপ্তর জানিয়েছে, ভিসার অপব্যবহার, মানুষকে হুমকি, অপরাধমূলক কাজ বা সন্ত্রাসবাদী কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে ভিসা বাতিল হবে। বিদেশ দপ্তর আরও জানিয়েছে, সব ধরনের মার্কিন ভিসা খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।

একটি বিবৃতিতে বিদেশ দপ্তর আরও বলেছে, ‘আমরা সব ধরনের তথ্যই খতিয়ে দেখছি। ভিসা দেওয়ার আগে এবং পরে, নতুন করে যদি কোনও গরমিল থাকে, তা হলে রেয়াত করা হবে না।’

গত জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্টের কুর্সিতে বসেই আমেরিকায় অবৈধ ভাবে বসবাসকারী অভিবাসীদের পাশাপাশি শিক্ষার্থী এবং ভিজ়িটর এক্সচেঞ্জ ভিসা হোল্ডারদের উপরেও কড়া নরজদারি শুরু করে ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতিতে আমেরিকায় যাঁদের বৈধ ভাবে থাকার অনুমতি দেওয়া হয়েছে, তাঁদেরও ভিসা যে কোনও সময়ে বাতিল হতে পারে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নতুন এই বয়ানে থেকে তা স্পষ্ট।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে আমেরিকার আইন ভঙ্গের অভিযোগে বা মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ার কারণে ৬ হাজারের বেশি ছাত্র-ভিসা বাতিল করে দেওয়া হয়েছিল। এর মধ্যে ৪ হাজার ভিসা সরাসরি আইন ভঙ্গের কারণে এবং ২০০ থেকে ৩০০ ভিসা বাতিল করা হয় সন্ত্রাসবাদে জড়িত থাকা বা জঙ্গি সংগঠনকে সাহায্যের অভিযোগে।