১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সামারে খান’স টিউটোরিয়ালের বিভিন্ন কোর্সে বিশেষ সেল চলছে

নিউইয়র্কের বাংলাদেশী কম্যুনিটির সর্ববৃহৎ টিউটোরিং স্কুল খান’স টিউটোরিয়াল সামার সেল ছাড়াও ব্যাক টু স্কুল ফ্লাশ সেল দিচ্ছে কমন কোর প্রেপ ক্লাসের জন্য। এই ক্লাস চার মাস মেয়াদী এবং ৪ মাসের কোর্সের ম‚ল টিউশন ছিল ২,১১২ ডলার। কিন্তু ফ্লাশ সেলে তা কমিয়ে ১,১০০ ডলার করা হয়েছে। অর্থাৎ প্রায় অর্ধেক। এই চার মাসের কোর্স শুরু হচ্ছে আগস্টে। শেষ হবে এ বছরের ডিসেম্বরে। সেল শেষ হবে ১০ আগস্ট। খান’স টিউটোরিয়াল তাদের ওয়েবসাইটে লিখেছে গত ৩০ বছরেরও বেশি সময়ে খান’স টিউটোরিয়ালে প্রশিক্ষণ নিয়ে ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী ৪/৪ স্কোর করেছে।

খান’স টিউটোরিয়াল আরো জানিয়েছে এই আগস্ট মাস থেকেই সেভেনথ গ্রেডের শিক্ষার্থীদের জন্য প্রি-এ্সএইচএসএটি -এর প্রস্তুতি ক্লাস শুরু হচ্ছে। কেবল আগস্ট মাসের জন্য সিক্সথ ও সেভেনথ গ্রেডের শিক্ষার্থীরা টিউশন ছাড়াও ক্লাস করতে পারবে। তবে এর জন্য পরবতীর্ মাসের জন্য কমিটমেন্ট থাকতে হবে। সেভেনথ ও এইটথ গ্রেডের শিক্ষার্থীদের স্পেশালাইজড হাইস্কুল এডমিশন টেস্টের প্রস্তুতি ক্লাস চলবে এবছর সেপ্টেম্বর থেকে একটানা আগামী বছর অক্টোবর পর্যন্ত।

খান’স টিউটোরিয়ালের চেয়ার পারসন নাইমা খান জানিয়েছেন, গত ৩০ বছরে তাদের টিউটোরিয়াল থেকে প্রশিক্ষণ নিয়ে ৪,৮৬২ শিক্ষার্থী নিউইয়র্ক সিটির স্বনামধন্য স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি হয়েছে।এছাড়াও খানস’র রয়েছে এসএটি সামার এলিট, এসএটি ক্রাশ কোর্স, এসএটি প্রিমিয়াম ও এসএটি ফল কোর্স।

বিস্তারিত জানতে যোগাযোগঃ ৯১৭-৮৭৩-৫৪০৭ এবং ৭১৮-৯৩৮-৯৪৫১। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে