১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিটেকটিভ দিদারুল ইসলামের স্মরণে বাংলাদেশ সোসাইটির স্মরণসভা

গত ৬ আগস্ট বুধবার বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে সম্প্রতি নিউ ইয়র্কের ম্যানহাটনে সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত এনওয়াইপিডির ডিটেকটিভ দিদারুল ইসলামকে গভীর শ্রদ্ধ্যায় স্মরণ করেছে বাংলাদেশ সোসাইটি। স্মরণসভায় দিদারুলের বাবাসহ পরিবারের সদস্য, এনওয়াইপিডির প্রতিনিধি, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও কার্যকরি কমিটির সদস্যরা, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষসহ উপস্থিত হয়েছিলেন।অনুষ্ঠানে দিদারুলের সাহসিকতার বর্ণনা, তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে তাকে শ্রদ্ধা নিবেদনে প্রতিকৃতিতে ফুল অর্পণ ও মোমবাতিও প্রজ্জলন করা হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

ডিটেকটিভ দিদারুল ইসলামকে সম্মান জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার বাবা আব্দুর রব কান্না জড়িত কন্ঠে তার সন্তানের মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ তার বক্তব্যে বলেন,ডিটেকটিভ দিদার শুধু বাংলাদেশের নয়, পুরো আমেরিকার গর্ব। তার জন্য মতো একজন বীরের জন্য এমন অনুষ্ঠান আয়োজন করতে পারাও সম্মানের। সোসাইটিসহ কমিউনিটির মানুষজন তার পরিবারের পাশেই থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান সহ সভাপতি, কামরুজ্জামান কামরুল, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, পুলিশ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশি-আমেরিকান পুলিশ এসোসিয়েশন বাপার সভাপতি সার্জেন্ট এরশাদুর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ডিটেকটিভ রাসেকুর মালিকসহ বাপার কার্যকরি কমিটির সদস্যরা, পুলিশ কর্মকর্তা সার্জেন্ট লতিফ,ডিটেকটিভ জামিল সারোয়ার প্রমুখ। কমিউনিটি এক্টিভিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন এটর্নি মঈন চৌধুরী, টাইম টিভির সিইও আবু তহের, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক ও সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ, ইনকিলাব সম্পাদক জাহিদ আলম, সাপ্তাহিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক মঞ্জুরুল হক,বাংলাদেশ সেসাবিটির বোর্ড অফ ট্রাষ্টি সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার, কাজী সাখাওয়াত আজম, আহসান হাবীব ও নাঈম টুটুল, ইমাম কাজী কাইয়ুম,শাহ শহীদুল হক প্রমুখ।

ডিটেকটিভ দিদারুল ইসলামের সতীর্থ পুলিশ কর্মকর্তারা বলেন, কাপুরুষ হামলাকারি পার্ক অ্যাভিনিউর বহুতল ভবনে ঢুকে রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি চালিয়ে সাধারণ মানুষকে হামলা করছিল। মানুষের প্রাণ বাঁচাতে দিদারুল তখন সাহসিতকার সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে থামাতে চেষ্টা করেন। বন্দুকধারীর গুলিতে দিদারুল নিহত হন। তিনি চাইলে নিজের প্রাণ বাঁচাতে পারতেন। কিন্তু তিনিতো অন্যের প্রাণ বাঁচানোর ব্রত নিয়েছেন। তারা যে কোন প্রয়োজনে দিদারুলের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে সদ্য প্রয়াত দিদারুলের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজনও করা হয়। দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম কাজী কাউয়ুম। পরে সন্ধ্যার পর শোকাহত উপস্থিতি দিদারুলের সম্মানে তার প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করেন এবং মোমবাতি প্রজ্জলন করা হয়। সকল ছবি পরিচয় এর নিজস্ব