১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দম্পতিদের গ্রিন কার্ড পাওয়ার নিয়ম কঠোর করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বিবাহ-ভিত্তিক পরিবার-ভিত্তিক অভিবাসন ভিসার ক্ষেত্রে ভুয়া আবেদন ঠেকাতে নতুন ও কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া চালু করেছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা (USCIS)।

১ আগস্ট থেকে কার্যকর হওয়া এ নির্দেশনার ফলে এখন থেকে সকল বিবাহ-ভিত্তিক গ্রিন কার্ড আবেদনেই বাস্তব সম্পর্কের শক্ত প্রমাণ এবং সশরীরে সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নীতিমালায় বলা হয়েছে, ভুয়া দাবি, জাল কাগজপত্র এবং উদ্দেশ্যমূলক বিয়ে যুক্তরাষ্ট্রের পারিবারিক অভিবাসন ব্যবস্থার ওপর আস্থা নষ্ট করে এবং সামাজিক ও নিরাপত্তাগত ঝুঁকি তৈরি করে। তাই কেবল প্রকৃত সম্পর্কেই গ্রিন কার্ড অনুমোদন নিশ্চিত করা USCIS-এর লক্ষ্য।

যে সকল পরিবর্তন আনা হয়েছে- যাচাই-বাছাই প্রক্রিয়ায় কঠোরতা, যৌথ আর্থিক নথি, ছবি, বন্ধু–আত্মীয়দের ঘোষণা-পত্র বাধ্যতামূলক, দম্পতির সশরীরে সাক্ষাৎকার নিতে হবে USCIS অফিসে, একই স্পন্সরের একাধিক আবেদনে নজরদারি বাড়ানো হবে, পুরোনো আবেদন ও ইতিহাস নতুন করে পর্যালোচনা করা হবে, অভ্যন্তরীণ ভিসায় থাকা ব্যক্তিদের অতীত অভিবাসন রেকর্ডে নজর, বহিষ্কারের শর্ত সাপেক্ষে গ্রিন কার্ড বাতিলের সুযোগ রাখবে সংস্থা।

USCIS জানিয়েছে, এসব নতুন নিয়ম শুধু নতুন আবেদনেই নয়, পূর্বে করা আবেদনগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সংস্থাটি স্পষ্টভাবে উল্লেখ করেছে, গ্রিন কার্ড অনুমোদন পেলেও তা প্রত্যাবাসন থেকে সুরক্ষা দেয় না, যদি অন্য কোনো কারণে আবেদনকারী যুক্তরাষ্ট্রে থাকার অনুপযুক্ত বলে বিবেচিত হন।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ভুয়া বিয়ের কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে। ভারতের আকাশ প্রকাশ মাকওয়ানা নামের এক নাগরিক ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড আবেদন করেন, যেটি পরে তদন্তে ধরা পড়ে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

এই ধরনের প্রতারণা রোধে এবং বৈধ আবেদনকারীদের সুরক্ষা নিশ্চিত করতেই USCIS এই নীতিমালা হালনাগাদ করেছে বলে জানায়।