৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রাম্পের ‘পাকিস্তান সফরের খবর’ প্রত্যাহার দুই পাকিস্তানী গণমাধ্যমের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান সফর নিয়ে ভুল প্রতিবেদন প্রকাশ করে পরে তা প্রত্যাহার করেছে পাকিস্তানের দুটি শীর্ষস্থানীয় টিভি চ্যানেল—জিও নিউজ ও এআরওয়াই নিউজ। এই দুই চ্যানেল বৃহস্পতিবার জানায়, আগামী সেপ্টেম্বরে ট্রাম্প পাকিস্তান সফর করবেন বলে তারা প্রচার করেছিল। তবে পরে তারা জানায়, তথ্য যাচাই না করেই সংবাদটি প্রকাশ করায় ভুল হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে—পাকিস্তান সফরের কোনো সময়সূচি নির্ধারিত হয়নি। এই অবস্থায়, জিও নিউজ দর্শকদের কাছে ক্ষমা চেয়েছে, এবং এআরওয়াই নিউজও জানায়, তাদের রিপোর্টটি পররাষ্ট্র দপ্তরের বক্তব্যের পর সরিয়ে ফেলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি ভুল প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, শেষবার কোনো মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তান সফর করেছিলেন ২০০৬ সালে—জর্জ ডব্লিউ বুশ। সম্প্রতি ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের হোয়াইট হাউসে একটি বৈঠক হয়, যা নিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। তবে সফরের খবরটি ভিত্তিহীন ছিল বলেই প্রমাণিত হয়েছে।