নিউইয়র্ক     মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

১৭ শতাংশ যুক্তরাষ্ট্রের পরিবার জ্বালানী বিল দিতে পারছে না

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২ | ০১:২৪ অপরাহ্ণ | আপডেট: ২৫ আগস্ট ২০২২ | ০৩:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
১৭ শতাংশ যুক্তরাষ্ট্রের পরিবার জ্বালানী বিল দিতে পারছে না

মুদ্রাস্ফীতি এবং জ্বালানী দাম বৃদ্ধিসহ বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের ছয়-ভাগের-এক-ভাগ পরিবার সময় মত বিদ্যুৎ ও জ্বালানী বিল দিতে পারে না। যুক্তরাষ্ট্রের জাতীয় জ্বালানী সহায়তা নির্বাহী কমিশন প্রকাশিত এক পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়।

এটি দেশটির ইতিহাসে কমিশনের রেকর্ড করা সবচেয়ে গুরুতর সংকট।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর বকেয়া জ্বালানী বিল এখন ১৬ বিলিয়ন যুক্তরাষ্ট্র ডলার। যা দুই বছরের এক গুণ বেশি।

পরিসংখ্যান থেকে আরও জনা গেছে, জ্বালানী দাম বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের পরিবারের জ্বালানী ব্যবহারের বিল ২০১৯ সালের ২,৫১১ যুক্তরাষ্ট্র ডলার থেকে বেড়ে ২০২১ সালে ৩,৩৯৯ যুক্তরাষ্ট্র ডলারে দাঁড়ায়। এ বছর তা ৩,৯৫৭ ডলার হবে বলে অনুমান করা হচ্ছে।

সূত্র: এপি।

পরিচয়/এমউএ

শেয়ার করুন